ছবি এক্স
বার্সেলোনা: ৪ (রাফিনহা-২, গার্সিয়া, ইয়ামাল)
রিয়াল মাদ্রিদ: ৩ (এমবাপে হ্যাটট্রিক)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুত্বের দিক থেকে রোববারের এল ক্লাসিকোকে স্প্যানিশ লা লিগার ভাগ্য নির্ধারণী ম্যাচ বলাই চলে। বার্সার অলিম্পিক স্টেডিয়ামে নামার আগে চার পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাই লা লিগা জিততে গেলে ম্যাচটিতে জয় ছাড়া আর কোনও গতি ছিল না তাদের। যদিও দু-গোলে এগিয়ে গিয়েও বার্সেলোনার কাছে ৪-৩ ব্যবধানে হার স্বীকার করতে হল রিয়ালকে। এমবাপের হ্যাটট্রিকও বাঁচাতে পারল না রিয়াল মাদ্রিদকে।
আক্রমণাত্মক মনোভাবেই মাঠে নামেন আনসেলত্তির ছেলেরা। শুরু থেকেই বার্সার ডিফেন্সমুখে হানা চালান এমবাপেরা। শুরুতেই পেনাল্টিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। ১৪ মিনিটে ফের গোল করে স্কোরলাইন রিয়ালের পক্ষে ২-০ করেন এই ফরাসি তারকাই।
কিন্তু দলটার নাম যে বার্সেলোনা, তা ফের প্রমাণ করল তারা। দু-গোলে পিছিয়ে পড়ার পরও ঘরের মাঠের দর্শকদের সামনে বাড়তি উজ্জীবিত হয়ে আক্রমণকেই পথ হিসেবে বেছে নেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। ১৯ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান এরিক গার্সিয়া। প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর অনবদ্য হেডারের তারিফ করতেই হয়। ৩২ মিনিটে লামিনে ইয়ামাল বার্সাকে সমতায় ফেরায়।
ঝড় তখনও থামেনি। মাত্র দু-মিনিট পরেই রাফিনহা বার্সেলোনাকে এগিয়ে দিলেন। ৪৫ মিনিটে এই ব্রাজিলিয়ান তারকা ফের গোল করে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন কাতালানদের। প্রথমার্ধে ৬৬ শতাংশ বল পজিশন ছিল বার্সেলোনার। গোলমুখী শট নিয়েছিল ১০টা। ৮টা কর্নার আদায়ও করে নেয় বার্সা। কর্নার আদায়ে রিয়ালের ভাঁড়ার শূন্য। এখান থেকেই পরিষ্কার, সমস্ত দিক থেকে এগিয়ে ছিল বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে রিয়ালকে ঘুরে দাঁড়াতে গেলে অতি মানবীয় কিছু করতে হত। যদিও বার্সা ডিফান্ডারদের ব্যূহে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা বারবার আটক হচ্ছিলেন। খেলার গতির বিরুদ্ধে গিয়ে মাঝেমাঝেই উঠে আসছিলেন ইয়ামালরা। ৫৫ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন এমবাপে। ৬৯ মিনিটে এমবাপে হ্যাটট্রিক করে রিয়ালের পক্ষে ব্যবধান কমান। ৭৪ মিনিটে রাফিনহা হ্যাটট্রিকের সুযোগ মিস করেন। ৮৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরানোর সেরা সুযোগ পেয়েছিলেন ভিক্টর মুনোজে। গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন তিনি। ৯১ মিনিটে এমবাপেও সুযোগ নষ্ট করেন। অবশেষে ৪-৩ গোলে এল ক্লাসিকো জয়ের পর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। বাকি তিনটে ম্যাচের একটায় জিততে পারলেই ম্যাজিক ফিগারে (৮৫) পৌঁছে যাবেন ইয়ামাল, রাফিনহারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.