Advertisement
Advertisement

প্রয়াত ‘আমাদের সূর্য মেরুন’ গানের স্রষ্টা সুমন্ত চৌধুরি

গীতিকারের মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে৷

Sumanta Chowdhuri passes away
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 11, 2018 7:34 pm
  • Updated:December 11, 2018 7:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’, মোহনবাগান সদস্য সমর্থকদের হৃদয়ের কথা ভাষা খুঁজে পেয়েছিল তাঁর লেখা গানে৷ ক্লাবের যেকোনও অনুষ্ঠান কিংবা সাফল্যের উদযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ ‘এগারো’ ছবির গানটি৷ সোমবার প্রয়াত হলেন সেই ‘আমাদের সূর্য মেরুন’ গানের স্রষ্টা সুমন্ত চৌধুরি৷

[ডার্বির আগে মোহন-ইস্ট সমর্থকদের বিশেষ বার্তা ব্যারেটোর]

Advertisement

দেশ তখন পরাধীন৷ ১৯১১ সালে খালি পায়ে খেলে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিয়েছিলেন এগারোজন বাঙালি ফুটবলার৷ প্রথম ভারতীয় ক্লাব হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান৷ আর এই ঘটনা যে শুধু ভারতীয় খেলাধূলার ইতিহাসে স্মরণীয়, তা কিন্তু নয়৷ মোহনবাগান শিল্ডজয় তুমুল আলোড়ন ফেলেছিলেন ব্রিটিশশাসিত ভারতেও৷ ইংরেজদেরও যে হারানো যায়, এই বিশ্বাস জন্মছিল দেশবাসীর মনে৷ বিপদ বুঝে ১৯১১ সালে পরাধীন দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা৷ স্বাধীনতার জন্য অবশ্য অপেক্ষা করতে হয়েছিল আরও তিন দশক৷ ১৯৪৭ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভারত৷

Advertisement

Sumanta Chowdhury

মোহনবাগানের সেই ঐতিহাসিক কীর্তিকে সেলুলয়েডে তুলে ধরেছিলেন পরিচালক অরুণ রায়৷ ২০১১ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘এগারো’৷ ছবিতে বেশ কয়েকটি গানও ছিল৷ তেমনই একটি গান  ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’৷ ছবিটি বক্স অফিসে সেভাবে দাগ কাটতে না পারলেও, ওই গানটি তুমুল জনপ্রিয়তা পায়৷ গ্যালারিতে বসে এখনও মোহনবাগান সমর্থকদের এই গানটি গাইতে শোনা যায়৷ জনপ্রিয়তা এতটাই যে, কেউ কেউ এই গানটিকে মোহনগীতিও বলেন৷ তাঁর লেখা গান হয়তো এভাবেই মোহনবাগান সমর্থকদের মধ্যে বেঁচে থাকবে৷ কিন্তু, চলে গেলেন গানটির রচয়িতা সুমন্ত চৌধুরি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে৷ মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে ছবি-সহ পোস্ট দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মোহনবাগান সমর্থকরা৷

[ বিয়ের থিম মোহনবাগান, প্রিয় ক্লাবকে অভিনব শ্রদ্ধা সমর্থকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ