Advertisement
Advertisement

ময়দানে নক্ষত্রপতন, প্রয়াত সিএবি-র প্রাক্তন সভাপতি বিশ্বনাথ দত্ত

বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি৷

Former CBI President Biswanath Dutta passes away
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 24, 2018 12:08 pm
  • Updated:September 24, 2018 1:14 pm

দুলাল দে: তাঁর হাত ধরেই ময়দানে ক্রিকেট প্রশাসক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন জগমোহন ডালমিয়া৷ বছর তিনেক আগে প্রয়াত হয়েছেন তিনি৷ সোমবার চলে গেলেন ‘ডালমিয়ার গুরু’ বিশ্বনাথ দত্ত৷ কাকভোরে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ প্রবাদপ্রতীম এই ক্রীড়া প্রশাসকের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া৷

[ বাংলাদেশের বিরুদ্ধে বিরল রেকর্ড গড়ে কিংবদন্তীদের তালিকায় ধাওয়ান]

Advertisement

ক্রিকেট প্রশাসক হিসেবে জগমোহন ডালমিয়ার পরিচিতি৷ এ রাজ্যে বটেই, এ দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য৷ কিন্তু, ময়দানে যিনি জগমোহন ডালমিয়ার গুরু হিসেবে পরিচিত, সেই বিশ্বনাথ দত্ত কিন্তু ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী৷ যতটা দক্ষতার সঙ্গে ক্রিকেট প্রশাসন সামেলেছেন, ঠিকটা ততটাই সাবলীল ছিলেন ফুটবল প্রশাসনেও৷ ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিএবি-র সভাপতি ছিলেন বিশ্বনাথ দত্ত৷ ১৯৮৮ সালে বিসিসিআই সভাপতি নির্বাচিত হন তিনি৷ সেই পদে ছিলেন ১৯৯০ পর্যন্ত৷ আবার আইএফএফ-র সঙ্গেও যুক্ত ছিলেন প্রবাদপ্রতীম ক্রীড়া প্রশাসক৷ তবে গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে ময়দানের সঙ্গে আর তেমন যোগাযোগ ছিল না বিশ্বনাথ দত্তের৷ বছর তিনেক আগে শিষ্য জগমোহন ডালমিয়ার মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিলেন৷  

বয়স নব্বই পেরিয়ে গিয়েছিল৷ কিডনি ও ফুসফুসের সমস্যা তো ছিলই, বার্ধক্যজনিত অসুখেও ভুগছিলেন বিশ্বনাথ দত্ত৷ তবে হাসপাতালে ভরতি হননি তিনি৷ চিকিৎসা চলছিল বাড়িতেই৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল৷ শেষপর্যন্ত সোমবার ভোর চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন দোর্দণ্ডপ্রতাপ ক্রীড়া প্রশাসক বিশ্বনাথ দত্ত৷ সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ময়দানে৷ সোমবার সকালে তাঁর মরদেহ রাখা ছিল জর্জ টেলিগ্রাফে৷  সিএবিতেও বিশ্বনাথ দত্তের মরদেহ নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে৷ তারপর হবে শেষকৃত্য৷

[ বলিউডে পা রাখছেন বিরাট! প্রকাশ্যে ছবির পোস্টারও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement