Advertisement
Advertisement
IND Vs ENG 1st ODI

দলেই ছিলেন না, ব্যস্ত সিনেমা দেখতে! কোহলির চোটে আচমকা দরজা খোলে শ্রেয়সের

উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেটকে ধন্যবাদ দিচ্ছেন শ্রেয়স।

IND Vs ENG 1st ODI: Shreyas Iyer revealed that he was not in first eleven

শ্রেয়স আইয়ার।

Published by: Arpan Das
  • Posted:February 7, 2025 10:26 am
  • Updated:February 7, 2025 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ার ২.০। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে (IND Vs ENG 1st ODI) শ্রেয়সের ইনিংস দেখে অনেকেই এরকম মনে করছেন। শর্ট বলে সেই চিরাচরিত দুর্বলতা কাটিয়ে উঠেছেন। দায়িত্ববোধ আরও বেড়েছে। অথচ কোহলি চোট না পেলে এই ম্যাচে খেলাই হত না শ্রেয়সের। যে কারণে আগের রাতে সিনেমা দেখা ছেড়ে তাড়াতাড়ি ঘুমোতে চলে যান। 

২৪৯ রানের লক্ষ্য নিয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্রুত আউট হয়ে যান যশস্বী ও রোহিত। সেখান থেকে শ্রেয়স ও শুভমান ভারতকে জয়ের দিকে এগিয়ে দেন। ৩৬ বলে ৫৯ রান করে শ্রেয়স আউট হলেও, ততক্ষণে দল শক্ত ভিতের উপর দাঁড়িয়ে গিয়েছে। তবে নজর টেনেছে শর্ট বলে শ্রেয়সের টেকনিক। যা এতদিন তাঁর দুর্বলতা বলে চিহ্নিত হত। অথচ এই ম্যাচে তাঁর খেলাই হত না, যদি বিরাট কোহলি ফিট থাকতেন।

Advertisement

সেই প্রসঙ্গে শ্রেয়স বলছেন, “আমি আগের রাতে সিনেমা দেখছিলাম। আরও খানিকটা দেখতাম, হঠাৎই অধিনায়ক রোহিত ফোন করে বলে, আগামীকাল খেলতে পারি। কারণ বিরাটের হালকা চোট রয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঘরে ফিরে সটান ঘুম দিই।” তাঁর সংযোজন, “প্রথম ম্যাচে আমার খেলার কথাই ছিল না। দুর্ভাগ্যজনক ভাবে কোহলি চোট পায় আর আমি সুযোগ পাই। কিন্তু আমি তৈরি ছিলাম, যখনই সুযোগ পাব নিজের সেরাটা দেব।”

সেটাই দিয়েছেন তিনি। গত আইপিএল থেকে ঘরোয়া ক্রিকেট, ধারাবাহিক পারফর্ম করে চলেছেন। সেটাকে ধন্যবাদ দিচ্ছেন শ্রেয়স। তিনি বলছেন, “সত্যি কথা বলতে, আমি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছি। সেখান থেকে প্রচুর কিছু শিখেছি। কীভাবে নিজের উন্নতি করা যায়, কীভাবে ইনিংস তৈরি করতে হবে, তার আরও ভালো ধারণা পেয়েছি। ফিটনেসও আগের থেকে ভালো হয়েছে। নিজেকে প্রতি মুহূর্তে আরও উন্নত করার চেষ্টা করতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement