Advertisement
Advertisement

Breaking News

ওয়াংখেড়ে রোহিত

মুম্বইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

ওয়াংখেড়েতে জোড়া রেকর্ডের সামনে ঘরের ছেলে রোহিত।

India-Australia is scheduled to take place at Wankhede Stadium in Mumbai

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 14, 2020 9:25 am
  • Updated:January 14, 2020 9:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটে জশপ্রীত বুমরাহর ডেলিভারিতে বাউন্ডারি হাঁকিয়ে প্রস্তুতি সেরেছেন। অ্যারন ফিঞ্চদের বিরুদ্ধে কতটা তেতে রয়েছেন বিরাট কোহলি, এ থেকেই স্পষ্ট। কিন্তু মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কড়া টক্করের মাঝে কি বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? চলুন জেনে নেওয়া যাক।

সম্প্রতি শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধরাশায়ী করেছে কোহলির টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একই ছন্দ ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। কারণ এরপরই নিউজিল্যান্ড উড়ে যেতে হবে দলকে। তার আগে ঘরের মাঠে ভাল ফর্মে থাকলে দলে আত্মবিশ্বাসের ঘাটতি হবে না। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। গুয়াহাটির চূড়ান্ত অব্যবস্থার জন্য বৃষ্টি থামলেও ম্যাচ শুরু করা যায়নি। তিন ম্যাচের সিরিজ পরিণত হয় দু’ম্যাচে। এবারও কি তেমন কোনও আশঙ্কা আছে? আরব সাগরের তীরেও কি বৃষ্টির ভ্রুকুটি? আবহাওয়ার পূর্বাভাস বলছে এদিনের আকাশ দিনে ও রাতে সামান্য মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ২১ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। অর্থাৎ দর্শকরা ৫০ ওভারের ম্যাচই উপভোগ করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক মঙ্গলবার কেমন হবে ওয়াংখেড়ের পিচের চরিত্র।

Advertisement

[আরও পড়ুন: খেলার অনুমতি পেলেন না তারকা স্পিনার, আইপিএল শুরুর আগেই ধাক্কা কেকেআরের]

সন্ধে নামলে উইকেটে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অজি দলকে ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল। কোহলি অবশ্য ডিউ ফ্যাক্টরটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। রান তাড়া করলেই লাভ ভারতের। তবে টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন ভারত অধিনায়ক। ওয়াংখেড়ের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই জানা যাচ্ছে।

Advertisement

ঘরের মাঠে এদিন বড় রানের ইনিংস খেলতে তৈরি রোহিত শর্মা। অনুশীলনে ডানহাতের আঙুলে চোট পেলেও এখনও পর্যন্ত তাঁর বাদ পড়ার কোনও খবর নেই। ফিঞ্চদের বিরুদ্ধে এদিন ৫৬ রান করলে নতুন রেকর্ডও গড়ে ফেলবেন হিটম্যান। সপ্তম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ন’হাজার রান হয়ে যাবে তাঁর। শুধু তাই নয়, ১২৮ রান করতে পারলে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডেতে রানের নিরিখে রিকি পন্টিংকে টপকে যেতে পারবেন তিনি। ৩৭ ম্যাচে রোহিতের সংগ্রহ ২০৩৭ রান। প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং সেখানে ৫৯ ম্যাচে করেছিলেন ২১৬৪ রান। তালিকার শীর্ষে অবশ্য রয়েছেন শচীন তেণ্ডুলকর (৩০৭৭)। তবে তিনি ওপেন করেন নাকি ধাওয়ান ও রাহুলকে নিয়ে ছক সাজান কোহলি, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: এবার বিসিসিআইয়ের বড় পদ পাচ্ছেন গৌতম গম্ভীর! জল্পনা ক্রিকেট মহলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ