Advertisement
Advertisement

বিচক্ষণ নন কোহলি, বিরাটের নেতৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন গম্ভীর

বিরাটের উচিত আরসিবিকে ধন্যবাদ জানানো, কটাক্ষ কেকেআরের প্রাক্তন অধিনায়কের।

IPL 2019: Can't compare Virat with Dhoni and Rohit
Published by: Subhajit Mandal
  • Posted:March 19, 2019 5:19 pm
  • Updated:March 19, 2019 9:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরুর আগেই বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর। কেকেআরের প্রাক্তন অধিনায়কের মতে, কোহলির আরসিবিকে ধন্যবাদ জানানো উচিত, এতদিন ওঁকে অধিনায়ক রেখে দেওয়ার জন্য। কোহলি বিচক্ষণ তো ননই, কৌশলী অধিনায়কও নন। গোতির দাবি, আইপিএলের অন্য সফল অধিনায়ক ধোনি বা রোহিতের সঙ্গে কোনও তুলনাই চলে না কোহলির।

[আইপিএল শুরুর আগে নাইট সমর্থকদের বিশেষ অনুরোধ কিং খানের]

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন দু’বার আইপিএল জিতেছেন গৌতম গম্ভীর। সাময়িকভাবে যে কয়েকটি ম্যাচে জাতীয় দলের দায়িত্বে ছিলেন সেই ম্যাচগুলিতেও ভাল রেকর্ড রয়েছে গোতির। তাছাড়া গম্ভীর এবং কোহলির বিবাদের কথা সর্বজনবিদিত। আইপিএলে খেলাকালীন প্রকাশ্যেই বিবাদে জড়াতে দেখা গিয়েছে দুই তারকাকে। একাধিকবার কোহলি-গম্ভীরের সেই দ্বন্দ্ব মাত্রা ছাড়িয়েছে। কেকেআরের প্রাক্তন অধিনায়ক ফের নিশানা করলেন আরসিবি নেতাকে।

Advertisement

[অনুশীলনের মাঝেই ধোনিকে তাড়া করলেন ভক্ত, কী হল তারপর?]

আইপিএলের প্রথম সংস্করণ থেকেই বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন কোহলি। ২০১৩ থেকে তিনি বেঙ্গালুরুর অধিনায়ক। অথচ, কোহলির কপালে এখনও আইপিএলের শিকে ছেঁড়েনি। অন্যদিকে, ধোনি-রোহিতরা তিনবার করে আইপিএল জিতে গিয়েছেন। গম্ভীর নিজেও আইপিএলে কেকেআরের অধিনায়ক হিসেবে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে, বিরাটের ভাড়ারে আইপিএলের ট্রফিটি নেই। কোহলির এই ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছেন গম্ভীর। তিনি বলছেন,” অধিনায়ক হিসেবে কোহলিকে এখনও অনেকটা পথ যেতে হবে। আমার মনে হয় না ও বিচক্ষণ অধিনায়ক, কৌশলীও নয়। এখনও ও আইপিএল জেতেনি। অধিনায়ক তখনই ভাল হিসেবে গণ্য হবেন যখন তিনি ট্রফি জেতেন। অন্যদিকে, রোহিত শর্মা-এমএস ধোনিরা তিনবার করে আইপিএল জিতে গিয়েছেন। সুতরাং, কোহলিকে অনেকটা পথ যেতে হবে।”

Advertisement

গম্ভীর মনে করেন, রোহিত বা ধোনিদের সঙ্গে কোহলির অধিনায়কত্বের তুলনা চলে না। ” ধোনি বা রোহিতের সঙ্গে তুলনায় চলে না বিরাটের। ও দীর্ঘদিন আরসিবির সঙ্গে যুক্ত, সাত থেকে আট বছর ও অধিনায়কত্ব করছে। ও ভাগ্যবান আরসিবি এখনও ওঁকেই অধিনায়ক রেখেছে। আমার মনে হয় বিরাটের উচিত আরসিবিকে ধন্যবাদ দেওয়া। “

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ