Advertisement
Advertisement
কেকেআর

আইপিএল নিলাম: এই পাঁচ ক্রিকেটারকে দলে নিতে পারে কেকেআর

নিলামের আগে ছেড়ে দেওয়া ক্রিকেটারদেরও টার্গেট করতে পারে নাইটরা।

IPL auction 2020: five Indian players KKR should target
Published by: Subhajit Mandal
  • Posted:December 14, 2019 4:04 pm
  • Updated:December 14, 2019 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে এখনও মাস চারেক বাকি। তবে, শহর কলকাতা এখনই কাঁপতে শুরু করেছে আইপিএল ফিভারে। আসলে, দিন পাঁচেক বাদেই শহরে বসতে চলেছে আইপিএলের নিলামপর্বের আসর। তার আগে একবার দেখে নেওয়া যাক, কেকেআর এবারের নিলামে কাকে টার্গেট করতে চলেছে।


নিলামপর্বে যাওয়ার আগে মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নাইটরা। এদের মধ্যে ৭ জন দেশি ক্রিকেটার এবং ৪ জন বিদেশি। বাদ যাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ক্রিস লিনদের মতো প্রথম সারির তারকারা। স্বাভাবিকভাবেই, তাঁদের বদলি ক্রিকেটার নিতে চাইবে দল। কেকেআরের হাতে প্রায় ৩৫ কোটি টাকা এখনও বাকি। এবার দেখা যাক কাদের টার্গেট করতে পারে কেকেআর।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে নয়া চমক, এবার এই দলের মালিকানা স্বত্ত্ব কিনছেন গম্ভীর]


অ্যারন ফিঞ্চ: অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনার। দুর্দান্ত পাওয়ার হিটার। এবারের আইপিএলে ফিঞ্চের জন্য ঝাঁপাতেই পারে কলকাতা। তবে, ফিঞ্চের বিপক্ষে যায় একটি বিষয়, ভারতের মাটিতে বা আইপিএলে তাঁর রেকর্ড প্রত্যাশার তুলনায় বেশ খারাপ। ব্যাটসম্যানদের মধ্যে নজর থাকতে পারে জ্যাসন রয়, গ্লেন ম্যাক্সওয়েলদের দিকেও।

Advertisement


ক্রিস লিন: অবাক হওয়ার কিছু নেই। ক্রিস লিন কলকাতার হয়ে দীর্ঘদিন খেলেছেন। টপ-অর্ডারে নিয়মিত সাফল্যও পেয়েছেন তিনি। লিনকে ছেড়ে দেওয়ার পর কেকেরআর তাঁকে ফের কম দামে কিনে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর আগেও দেখা গিয়েছে ইউসুফ পাঠানকে ছেড়ে দিয়ে কম দামে কিনেছে নাইটরা।

lynn
জিমি নিসাম: নিউজিল্যান্ডের এই তারকা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এর আগেও নিসাম খেলে গিয়েছেন কলকাতায়। আবারও তাঁকে টার্গেট করতে পারে কেকেআর। অলরাউন্ডারদের মধ্যে ক্রিস ওকস, ক্রিস মরিসের দিকে নজর থাকতে পারে।

Nisham V

[আরও পড়ুন: ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভুবি, ঘোষিত পরিবর্ত বোলারের নাম]

পীযূষ চাওলা: শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও কেকেআরকে ম্যাচ জিতিয়েছেন পীযূষ। দু’বারের চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। তাঁকে আবারও কিনতে পারে কেকেআর। আগের তুলনায় কম দামে।

Piyush
ক্রিস জর্ডন: কেকেআরের পেস আক্রমণে অভিজ্ঞতার অভাব ভোগাতে পারে। তাই অভিজ্ঞতার জন্য একজন বিদেশি পেসার চাইবে নাইট শিবির। তালিকায় নাম থাকতে পারে ক্রিস জর্ডনের। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে জর্ডন বেশ নজর কাড়ছেন। এছাড়াও বোলাদের মধ্যে নজরে থাকবেন শেলডন কটরেল, প্যাট কামিনস, কুল্টার নাইল, জয়দেব উনাদকাটদের দিকে নজর থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ