Advertisement
Advertisement
IPL Auction 2025

IPL Auction 2025: শেষ আইপিএলের নিলাম, উড়ল ৬৪০ কোটি টাকা, কেমন হল কোন দল?

কোন দলে গেলেন কোন তারকা?

IPL Auction 2025: IPL auction has ended

ছবি: বিসিসিআই।

Published by: Arpan Das
  • Posted:November 25, 2024 3:25 pm
  • Updated:November 25, 2024 11:36 pm  

শেষ আইপিএলের মহা নিলাম। উড়ল  ৬৪০ কোটি টাকা। বিক্রি হলেন ১৮২ জন প্লেয়ার। তার মধ্যে ৬২ জন বিদেশি। শেষ পর্যন্ত কেকেআরের হাতে ছিল ৫ লক্ষ টাকা। নিলামের শেষ দিনে কেমন ঘর গুছিয়ে নিল কোন দল? কে পেলেন কত দর? আইপিএল মহা নিলামের সমস্ত আপডেট দেখে নিন একনজরে। 

রাত ১০:৩৩- অবশেষে দল পেলেন অর্জুন তেণ্ডুলকর। সেই মুম্বইয়েই ফিরলেন তিনি। বেস প্রাইস ৩০ লক্ষেই শচীনপুত্রকে কিনল আম্বানির দল। 

Advertisement

রাত ৯:৪৩- নিলামে শেষবেলায় ঝড় তুলল কেকেআর। মইন আলি ও উমরান মালিককে তুলে বোলিং বিভাগ শক্ত করল নাইটবাহিনী। মইনকে তারা তুলল ২ কোটি টাকায়। অন্যদিকে উমরানকে পেল ৭৫ লক্ষ টাকায়। 

রাত ৯:৩৮- আনসোল্ড থেকে গেলেন অর্জুন তেণ্ডুলকর। কোনও দলই বিড করল না শচীনপুত্রের জন্য। 

রাত ৯:৩৫- ৪০ লক্ষ টাকায় অনুকূল রায়কে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। 

রাত ৯:৩১- গ্লেন ফিলিপসকে ২ কোটিতে কিনে নিল গুজরাট টাইটান্স। অন্যদিকে কেকেআর তুলে নিয়েছে অজিঙ্ক রাহানেকে। তাঁর দর উঠল ১.৫ কোটি। আনসোল্ড থাকলেন শার্দূল ঠাকুর। 

রাত ৯:২৮- আরও একজন ব্যাটার তুলল কেকেআর। লভনীত সিসোদিয়াকে ৩০ লক্ষতেই কিনে নিল নাইটরা। 

রাত ৯:২৬- শুরু শেষ পর্বের নিলাম। আনসোল্ড প্লেয়ারদের প্রথমে নাম উঠল দেবদত্ত পাড়িক্কলের। বেস প্রাইস ২ কোটিতে তাঁকে নিল আরসিবি। শেষ পর্যন্ত আনসোল্ড থাকলেন ওয়ার্নার।

সন্ধ্যা ৮:২৭- আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার বৈভব রঘুবংশী। ১৩ বছর বয়সি ক্রিকেটারকে শেষ পর্যন্ত কিনে নেয় রাজস্থান রয়্যালস। যদিও তাঁকে নিয়ে দর হাঁকে দিল্লি ক্যাপিটালস। ৩০ লক্ষ বেস প্রাইস থেকে ১.১০ কোটিতে বৈভবকে কিনে নেয় রাজস্থান।

সন্ধ্যা ৭:৩১- প্রিয়াংশ আর্যর বেস প্রাইস ছিল মাত্র ৩০ লক্ষ। শেষ পর্যন্ত তাঁর দর উঠল ৩.৮০ কোটি টাকা। তাঁকে দলে নিল পাঞ্জাব কিংস। দিল্লি প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে ছিলেন প্রিয়াংশ। ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ডও আছে দিল্লির ক্রিকেটারের। 

সন্ধ্যা ৭:১৭- আনসোল্ড থাকলেন স্টিভ স্মিথ। দল পেলেন না সিকান্দার রাজাও। মুম্বই ২ কোটিতে তুলে নিল মিচেল স্যান্টনারকে। 

সন্ধ্যা ৬:৪৭- আনসোল্ড থাকলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও। তাঁর ন্যূনতম মূল্য ছিল ৭৫ লক্ষ টাকা। একইভাবে দল পেলেন না ভারতীয় ক্রিকেটার উমেশ যাদবও। 

সন্ধ্যা ৬:৪৫- ইশান্ত শর্মার দর উঠল ৭৫ লক্ষ টাকা। তাঁকে দলে নিল গুজরাট টাইটান্স। জয়দেব উনাদকাট ১ কোটি টাকায় যাচ্ছেন সানরাইজার্সে। আনসোল্ড থাকলেন আফগানিস্তানের পেসার নবীন উল হক। 

সন্ধ্যা ৬:৪১- নিলামে আনসোল্ড থেকে গেলেন মুস্তাফিজুর রহমান। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। দল পেলেন না ভারতের গতি তারকা উমরান মালিক। 

সন্ধ্যা ৬:৩৯- কেকেআরে এলেন নতুন ফাস্ট বোলার। স্পেনসার জনসনকে ২.৮ কোটি টাকায় তুলে নিয়েছে নাইট রাইডার্স।

সন্ধ্যা ৬:৩৬- রোমারিও স্টেফার্ডকে ১.৫ কোটিতে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমারজাই ২.৪ কোটিতে গেলেন পাঞ্জাব কিংসে। সেরফান রাদারফোর্ড ২.৬ কোটিতে খেলবেন গুজরাট টাইটান্সে। সেই সঙ্গে সাই কিশোরকে আরটিএমের সাহায্যে ২ কোটি টাকায় ঘরে ফেরাল গুজরাট টাইটান্স। 

সন্ধ্যা ৬:৩০- উইল জ্যাকসকে ঘরে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর দর উঠল ৫.২৫ কোটি টাকা। 

সন্ধ্যা ৬:২৮- ১.৭ কোটি টাকায় চেন্নাইয়ে গেলেন দীপক হুডা। টিম ডেভিডকে ৩ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আনসোল্ড থাকলেন মইন আলি, বেন ডাকেট। ডেওয়াল্ড ব্রেভিস, ফিন অ্যালেন।

সন্ধ্যা ৬:২৩- বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে তুলে নিল লখনউ। তাঁর দর উঠল ২.৪০ কোটি টাকা। ১ কোটির বেস প্রাইসের তারকা অলরাউন্ডারের জন্য লড়াই চালায় লখনউ ও হায়দরাবাদ। 

সন্ধ্যা ৬:১৮- বেস প্রাইস ৭৫ লক্ষ টাকাতেই মণীশ পাণ্ডেকে নিল কলকাতা নাইট রাইডার্স। যিনি এর আগেও নাইট জার্সিতে বহু ম্যাচ খেলেছেন। গত মরশুমেও তিনি দলে ছিলেন। 

সন্ধ্যা ৬:০৩- অংশুল কাম্বোজকে ৩.৪ কোটি টাকায় দলে নিল চেন্নাই। অন্যদিকে আর্শাদ খান ১.৩ কোটিতে গেলেন গুজরাটে। দিল্লি ক্যাপিটালস ৩০ লক্ষতে নিল দর্শন নালখাণ্ডেতে। আনসোল্ড থাকলেন অনুকূল রায়। 

সন্ধ্যা ৫:৫৮- শুভম দুবেকে ৮০ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস, সাইক রশিদ ৩০ লক্ষ টাকায় খেলবেন চেন্নাইয়ের হয়ে। লখনউ সুপার জায়ান্টস হিম্মত সিংকে তুলে নিল ৩০ লক্ষতেই।

সন্ধ্যা ৫:৫৫- শুরুতেই আনসোল্ড থাকলেন স্বস্তিক চিকারা, মাধব কৌশিক, পুখরাজ মান, ময়ঙ্ক ডাগার।

সন্ধ্যা ৫:৪৫- লাঞ্চের পর ফের নিলাম শুরু। 

সন্ধ্যা ৫:১০- প্রথম পর্বের নিলাম শেষ। কার হাতে রইল কত টাকা?

চেন্নাই: ১৩.২ কোটি টাকা
দিল্লি: ৩.৮ কোটি টাকা
গুজরাট: ১১.৯ কোটি টাকা
কলকাতা: ৮.৫ কোটি টাকা
লখনউ: ৬.৮ কোটি টাকা
মুম্বই: ১১ কোটি টাকা
পাঞ্জাব: ১০.৯ কোটি টাকা
রাজস্থান: ৬.৬ কোটি টাকা
বেঙ্গালুরু: ১৪.১ কোটি টাকা
হায়দরাবাদ: ৫.১ কোটি টাকা

বিকেল ৪:৫০- নতুন স্পিনার তুলল মুম্বই ইন্ডিয়ান্স। আফগান স্পিনার আল্লাহ গজনফারকে ৪.৮০ কোটি টাকায় কিনে নিল মুম্বই। চেষ্টা করেও তাঁকে তুলতে পারল না কেকেআর। আনসোল্ড থাকলেন বিজয়কান্ত বিশয়কান্ত, মুজিব উর রহমান, আদিল রশিদ ও কেশব মহারাজ। 

বিকেল ৪:৪১- লকি ফার্গুসনকে ২ কোটি টাকায় কিনল পাঞ্জাব কিংস। 

বিকেল ৪:৩৮- বাংলার পেসার আকাশ দীপের জন্য দর উঠল ৮ কোটি। তাঁকে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস। আকাশ দীপকে নিয়ে দীর্ঘ লড়াই চলে পাঞ্জাব ও লখনউয়ের।

বিকেল ৪:৩৬- দীপক চাহারকে ৯.২৫ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স কিনে নিল। পুরনো তারকার জন্য লড়াইয়ে ঢুকেও শেষরক্ষা করতে পারল না চেন্নাই। 

বিকেল ৪:৩২- ৮ কোটি টাকায় দিল্লিতেই থাকলেন মুকেশ কুমার। দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করে। 

বিকেল ৪:২৬- ভুবনেশ্বর কুমারকে ১০.৭৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। মুম্বই ও লখনউয়ের দীর্ঘ লড়াই চলে। পরে আসরে প্রবেশ করে আরসিবি। শেষ হাসি হাসল তারাই। 

বিকেল ৪:১৯- রাজস্থান রয়্যালস তুষার দেশপাণ্ডেকে ৬.৪০ কোটি টাকায় কিনল। জেরাল্ড কোয়েৎজে ২.৪০ কোটিতে গেলেন গুজরাট টাইটান্সে। 

বিকেল ৪:০৪- জশ ইংলিশকে পাঞ্জাব কিংস তুলে নিল ২.৬০ কোটিতে। আনসোল্ড হলেন অ্যালেক্স ক্যারি ও ডোনোভান ফেরেরা। 

বিকেল ৪:০২- আনসোল্ড থাকলেন শাই হোপ। বেস প্রাইস ১ কোটিতে রিকেলটনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

বিকেল ৪টে- ৪.২০ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে গেলেন নীতীশ রানা। তাঁকে নিয়ে লড়াই চলে আরসিবি ও রাজস্থানের। 

দুপুর ৩:৫৬- ক্রুনাল পাণ্ডিয়াকে ৫.৭৫ কোটি টাকায় কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

দুপুর ৩:৫০- আনসোল্ড থাকলেন ড্যারিল মিচেল। 

দুপুর ৩:৪৯- দক্ষিণ আফ্রিকার তারকা মার্কো জানসেনকে ৭ কোটিতে কিনে নিল পাঞ্জাব কিংস। তাঁর বেস প্রাইস ছিল ১.২৫ কোটি। 

দুপুর ৩:৪৪- ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কুরানকে ২.৪০ কোটিতে তুলে নিল চেন্নাই সুপার কিংস। 

দুপুর ৩:৪২- গুজরাট টাইটান্স তুলে নিল ওয়াশিংটন সুন্দরকে। তাঁর দাম উঠল ৩.২০ কোটি।

দুপুর ৩:৪০- আনসোল্ড থাকলেন ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর।

দুপুর ৩:৩৮- ফ্যাফ ডু’প্লেসিসকে ২ কোটি টাকা দিয়ে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। অজিঙ্ক রাহানে, ময়ঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ আনসোল্ড থেকে গেলেন।

দুপুর ৩:৩২- আনসোল্ড থাকলেন এদিনের প্রথম ক্রিকেটার কেন উইলিয়ামসন। সেই সঙ্গে দল পেলেন না গ্লেন ফিলিপসও। অন্যদিকে রভম্যান পাওয়েলকে ১.৫০ কোটিতে তুলে নিল কেকেআর। 

দুপুর ৩:৩০- শুরু দ্বিতীয় দিনের নিলাম। একনজরে কার হাতে আছে কত টাকা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement