Advertisement
Advertisement

মহাষ্টমীতে শাপমুক্তি! চলতি আইএসএল-এ প্রথম জয় পেল এটিকে

অ্যাওয়ে ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয়।

ISL2018: ATK beats Delhi Dianamos in their away match
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 17, 2018 9:32 pm
  • Updated:October 17, 2018 9:32 pm

এটিকে: ২( বলবন্ত সিং, মাইমৌনি)

দিল্লি ডায়নামোস: ১(প্রীতম কোটাল)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মহাষ্টমীতে শাপমুক্তি! চলতি আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেল এটিকে। অ্যাওয়ে ম্যাচে দিল্লিতে ২-১ গোলে হারিয়ে দিলেন স্টিক কপেলের ছেলেরা।  কলকাতার হয়ে গোল করলেন বলবন্ত সিং, মাইমৌনি। দিল্লির হয়ে একমাত্র গোল প্রীতম কোটালের। এর আগে ঘরের মাঠে পরপর দুটি ম্যাচে হেরে গিয়েছিল এটিকে।

Advertisement

এবারের আইএসএলে দিল্লির পারফরম্যান্স যতটা ভাল, ঠিক ততটা বেকায়দায় কলকাতা। বুধবারে ম্যাচের আগে পর্যন্ত টানা ছয়টি ম্যাচে অপরাজিত ছিল দিল্লি। উলটো ঘরের মাঠে দুটি ম্যাচ খেলা কলকাতার পয়েন্টে খাতায় শূন্য। দিল্লির আবার নিজেদের মাঠে বরাবরই ভাল খেলে। তাই কলকাতার জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে, তা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু, এটাও ঘটনা, মহাষ্টমীর দিন দুঃসময় কাটাতে মরিয়া ছিল এটিকে শিবিরও। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দলের চিফ কোচ স্টিভ কপেল বলেছিলেন, ‘আমরা এখন সামনের দিকে তাকাতে চাইছি।আমরা শেষ ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারিনি। আমরা আশা করছি, এবার ভাল কিছু হবেই।’ সত্যিই ভাল কিছু হল। মহাষ্টমীর সন্ধ্যায় আশা পূরণ হওয়ায় আনন্দে মাতোয়ার এটিকে সমর্থকরা।

বুধবার ম্যাচে শুরুটা অবশ্য ভালই করেছিল এটিকেও। বলবন্ত সিং যখন গোল করলেন, তখন ম্যাচের বয়স মাত্র ২০ মিনিট। বিরতি পর্যন্তই এগিয়ে ছিল কলকাতাই। কিন্তু খেলা ঘুরে গেল দ্বিতীয়ার্ধে। ধীরে ধীরে ম্যাচ থেকে যেন হারিয়ে গেলেন লাল-সাদা জার্সিধারীরা। দাপট বাড়ল দিল্লির। ৫৪ মিনিটে গোল শোধ করলেন দিল্লির প্রীতম কোটাল। তৃতীয় ম্যাচেও কী জয় অধরাই থেকে যাবে? এই আশঙ্কা যখন বাড়ছে, তখন ম্যাচে ফিরল এটিকে। ৮৪ মিনিটে গোল করলেন আল মাইমৌনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ