Advertisement
Advertisement

Breaking News

টেস্টেও ধোনিকে কাজে লাগাতে চায় রাঁচি

স্থানীয় ক্রিকেট সংস্থা বুঝে গিয়েছে, টেস্টেও ধোনিকে ছাড়া হবে না৷

Jharkhand cricket association wants Dhoni for promote ranchi stadium as test venue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 4:52 pm
  • Updated:October 27, 2016 4:52 pm

অলোক সরকার, রাঁচি: সাড়ে চার মাস বাদে শহরে টেস্ট৷ কিন্তু ঘরের ছেলে তাতে নেই৷ মহেন্দ্র সিং ধোনির টেস্ট জীবন থেমে গিয়েছে দু’বছর আগে অস্ট্রেলিয়া সফরের মাঝে মেলবোর্নে৷

কিন্তু রাঁচিতে এখনও তিনি হ্যামলিনের বাঁশিওয়ালা৷ তাই না খেলুন, তাঁকে সামনে রেখেই শহরে প্রথমবার টেস্ট ক্রিকেটের স্বাদ নিতে চান ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তারা৷ সচিব রাজেশ ভার্মা বলছিলেন, “মাহি আমাদের পরিবারের অংশ৷ টেস্ট নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে৷ যা ওকে ছাড়া হবে না৷”

Advertisement

টেস্ট থেকে অবসর নেওয়ার পর ধোনির অনেকটা সময় এখন রাঁচিতে কাটে৷ আর এমনই সময় মুক্তি পেয়েছে তাঁর বায়োপিক৷ অতএব সেই দিনগুলোও যেন ফিরে এসেছে৷ লোকের মুখে মুখে ফিরছে সেসব দিনের কথা৷ মেকন কলোনি৷ হরমু মাঠ৷ ডিএভি স্কুল৷ যেখানে এখনও গেম টিচার কেশব বন্দ্যোপাধ্যায়৷ অসুস্থতার জন্য যিনি এদিন মাঠে আসতে পারেননি৷

Advertisement

বুধবার সকালের দিকে ব়্যাডিসন ব্লু হোটেলের সামনে গিয়ে দেখা গেল জনসমুদ্র৷ কয়েকদিন ধরেই এমন চেহারা৷ জায়গাটা রাঁচি স্টেশনের এক কিলোমিটারের মধ্যে৷ লোকে চেনে কদরু বলে৷ ছোট শহরে ক্রিকেট নিয়ে লোকের এই উন্মাদনা দেখে বিসিসিআই উচ্ছ্বসিত৷ দুপুরের দিকে বিসিসিআইয়ের টুইটে ভিড়ের সেই ছবি এসেও গেল৷

আর এটাই রাঁচিতে ধোনির অবস্থান স্পষ্ট করে দিচ্ছে৷ একটা শহর তাঁকে দেখে বিশ্বাস করতে শুরু করেছে, আমিও পারি৷ এখানে ধোনি কারও ছাত্র৷ কারও ঘরের ছেলে৷ আবার কারও রোলমডেল৷ আর বন্ধু তো বটেই৷ বর্তমানে রাঁচি শহর জুড়ে বিজ্ঞাপন দিয়েছে এক পানীয় প্রস্তুতকারী সংস্থা৷ যাতে দুই বন্ধুর সঙ্গে ধোনিকে দেখা যাচ্ছে৷ চিটু আর পরমজিৎ৷ বায়োপিকের সৌজন্যে দুই বন্ধুই এখন পরিচিত মুখ৷ শহরে ক্রীড়া সরঞ্জামের দোকান পরমজিতের৷ লোকে জিনিস কিনতে নয়, তাঁকে দেখতে দোকানে আসছে, বললেন তিনি৷ ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা ধোনির এই আকাশছোঁয়া জনপ্রিয়তাকে টেস্টের সময় কাজে লাগাতে চায়৷ রাজেশ বললেন, “মাহিকে ছোট্টবেলা থেকে জানি৷ ও নিজেকে আমাদের লোক বলেই ভাবে৷ আমরা তাই টেস্টের সময় ওকে সামনে রাখতে চাইব৷” ঠিক কী কী করবেন, এখনও ঠিক করেননি রাজেশরা৷ তবে জমকালো কিছু থাকছেই৷ আর যাই করুন, ধোনির পরামর্শ নিয়ে করবেন৷ কারণ, আন্তর্জাতিক ক্রিকেটকে গুলে খেয়েছেন মাহি৷

বুধবারের ম্যাচটা একরকম চ্যালেঞ্জই ছিল ঝাড়খণ্ড ক্রিকেট কর্তাদের কাছে৷ তাঁরা লোক টানতে পারেন কি না৷ চ্যালেঞ্জ ছিল ধোনির কাছেও৷ তাঁর ম্যাজিক অটুট তো? দেখা গেল মাহি ম্যাজিক সেই আগের মতোই৷ তাঁর টানে মাঠ ভরে গেল আগের মতোই৷ ম্যাচের মাঝে শোনা গেল মাহি-মাহিও৷ যা দেখে স্থানীয় ক্রিকেট সংস্থা বুঝে গিয়েছে, টেস্টেও ধোনিকে ছাড়া হবে না৷

তাহলে? রাজেশ বললেন অপেক্ষা করুন৷ তবে টেস্টেও মাহিকে দেখবেন৷ তবে অন্য চেহারায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ