Advertisement
Advertisement
Vinesh Phogat

মোদির মুখরক্ষায় অন্তর্ঘাত! অলিম্পিক থেকে ফোগাটের বিদায়ে প্রশ্ন কুণালের

ভিনেশ বিদায়ে চক্রান্তের ইঙ্গিত দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

Kunal Ghosh raise question after Vinesh Phogat disqualification from paris olympics
Published by: Amit Kumar Das
  • Posted:August 7, 2024 1:54 pm
  • Updated:August 7, 2024 3:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদকের আশা জাগিয়ে শেষ মুহূর্তে কার্যত সোনা হাতছাড়া হয়েছে ভারতের। ১৩০ কোটির দেশবাসীর আশার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে মাত্র ১০০ গ্রাম ওজন। প্যারিস অলিম্পিকে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে ভিনেশ ফোগাটের বিদায়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। একটা সময় কুস্তি ফেডারেশনের কর্তা তথা মোদি সরকারের মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামা ভিনেশ বিদায়ে চক্রান্তের ইঙ্গিত দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মোদি সরকারের বিরুদ্ধে আঙুল তুলে তিনি প্রশ্ন ছোড়েন, এটা নিছক বাতিল নাকি মোদিকোম্পানির মুখ রক্ষায় সর্বোচ্চস্তরে অন্তর্ঘাত?

অলিম্পিকের আগে ভিনেশকে যে বহুমুখী লড়াই করতে হয়েছে সেটা ভালোই জানে দেশ। কেন্দ্রীয় মন্ত্রী ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির রাজপথে আন্দোলনে নেমেছিলেন দেশের কুস্তিগিররা সেই তালিকায় অন্যতম ছিলেন ভিনেশ। দিল্লির পুলিশের লাঠির আঘাতও খেতে হয়েছিল তাঁকে। শোনা যায়, অলিম্পিকে যাওয়ার আগে নিজের দেশের কুস্তি নিয়ামক সংস্থার সহযোগিতা সেভাবে পাননি দেশের অন্যতম সেরা কুস্তিগির। বলা ভালো, জলে বাস করে কুমীরের সঙ্গে লড়াই করার মতো দীর্ঘদিন লড়তে হয়েছে কুস্তি ফেডারেশনের শীর্ষকর্তার বিরুদ্ধে। বকলমে যে লড়াই ছিল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। সেই দীর্ঘ লড়াই পিছনে ফেলে প্যারিস অলিম্পিকে দুর্দান্ত করেছিলেন ভিনেশ। তবে শেষ বেলায় সোনা জয়ের লক্ষ্যে নামার আগে তাঁর বাতিল হয়ে যাওয়ায় বিতর্ক চরম আকার নিল। তা আরও উস্কে দিয়ে এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভিনেশ ফোগাত এমনিতেই বাতিল হল, নাকি ও পদক জিতলে মোদিকোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চস্তরে অন্তর্ঘাত হল?’

Advertisement

[আরও পড়ুন: ‘ফিরে এসো আরও শক্তিশালী হয়ে’, ভিনেশের ‘স্বপ্নভঙ্গে’ সান্ত্বনা মোদির]

বুধবার রাতে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভারতের তারকা কুস্তিগির ভিনেশ ফোগাটের। ওজন করার সময় দেখা যায় একশো গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে। যার জেরে ফাইনালে তো তিনি নামতেই পারবেন না, এমনকী রুপোও হাতছাড়া হচ্ছে তাঁর। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে।

[আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়েছিলেন, ডোভালের সঙ্গে কথাই বলতে পারেননি শোকে পাথর হাসিনা!]

ইউডব্লিউডব্লিউ-এর নিয়ম অনুযায়ী, ভিনেশ ফোগাট সবার শেষে শেষ করছেন প্রতিযোগিতা। এমনটাই জানা যাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে। সেই সঙ্গে হয়তো অনেক প্রশ্নেরও জন্ম দিয়ে গেলেন ভিনেশ। কীভাবে ওজন বেড়ে গেল? তবে কি নিজের ওজনের দিকে তিনি নজর দেননি? এই সব প্রশ্ন উঠবে এখন। আর সেই বিতর্কের মাঝেই উস্কে উঠল নয়া জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement