Advertisement
Advertisement
মোহনবাগান

এবছর জোড়া ‘মোহনবাগান রত্ন’, প্রাপকদের নাম ঘোষণা সবুজ-মেরুন শিবিরের

একঝাঁক পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করল মোহনবাগান, দেখে নিন তালিকা।

MOHUN BAGAN RATNA will be conferred to Shri Prasun Banerjee
Published by: Subhajit Mandal
  • Posted:July 22, 2019 8:37 pm
  • Updated:July 22, 2019 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছর মোহনবাগান রত্ন পাচ্ছেন দু’জন। সোমবার ক্লাব তাঁবুতে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান এক্সিকিউটিভ কমিটি। ‘মোহনবাগান রত্ন’ দেওয়া হবে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন হকি তারকা কেশব দত্তকে। প্রথমবার মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি ফুটবল ছাড়া অন্য খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বকে মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে মোহনবাগানের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার অশোক চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে বিরাট জয়, গোয়ার ক্লাবকে হাফ ডজন গোল দিল মোহনবাগান]

পাশের ক্লাবে শতবর্ষ উদযাপন ঘিরে নানান পরিকল্পনা চলছে। সে তুলনায় অনেকটাই ফিকে মোহনবাগান দিবস উদযাপনের আয়োজন। তবে, প্রথামতো এবছরও ২৯ জুলাই মোহনবাগান দিবস পালিত হবে। উৎসবের বহর কিছুটা কমলেও উৎসাহে খামতি নেই বাগান সমর্থকদের মধ্যে। ‘মোহনবাগান রত্ন’ কাকে দেওয়া হবে তা নিয়ে বেশ আলোচনাও চলছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। ভেসে আসছিল শিবাজী বন্দ্যোপাধ্যায়ের এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে, শেষ পর্যন্ত প্রসূনের নামে সিলমোহর পড়লেও শিবাজী এবারের মতো দূরেই রয়ে গেলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলোয়াড়ি জীবনে সবুজ-মেরুন জার্সিতে ৯ বছরে আঠাশটি ট্রফি জিতেছিলেন । ‘এশিয়ান অলস্টার’ দলেও সুযোগ পেয়েছিলেন । শিবাজীর সঙ্গে পুরস্কার পাচ্ছেন প্রাক্তন জাতীয় দলের হকি তারকা কেশব দত্তও। দীর্ঘদিন মোহনবাগান তথা জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ইন্টার কন্টিনেন্টাল কাপে অধরা জয়, ড্র দিয়েই টুর্নামেন্ট শেষ সুনীলদের]

মোহনবাগান রত্নের পাশাপাশি মোহনবাগান দিবসেই দেওয়া হবে গত মরশুমের সেরা খেলোয়াড়দের পুরস্কার। ২০১৮-১৯ মরশুমে মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অরিজিত বাগুই। সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রাজকুমার পাল। সেরা অ্যাথলিটের পুরস্কার পেয়েছেন তাপস দে। সেরা যুব দলের শিরোপা পাচ্ছে মোহনবাগানের অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সম্মানিত করা হবে মহম্মদ শামিকেও। এছাড়া এ বছর মোহনবাগানের লাইফটাইম মেম্বারশিপ পাচ্ছেন চুনী গোস্বামী, ভাস পেজ, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিত চট্টোপাধ্যায়, এবং দেবশংকর হালদার।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ