Advertisement
Advertisement
Wrestling Federation of India

কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা তুলল কেন্দ্র, যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ ঘনিষ্ঠের হাতেই ক্ষমতা!

মঙ্গলবার থেকেই পূর্ণ দায়িত্ব পাবেন সঞ্জয় সিং।

Central Government revokes Wrestling Federation of India suspension

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:March 11, 2025 11:57 am
  • Updated:March 11, 2025 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বর্তমানে সমস্ত ক্ষমতা সঞ্জয় সিংয়ের উপর বর্তাবে। যিনি আবার যৌননিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। মঙ্গলবার থেকেই পূর্ণ দায়িত্ব পাবেন সঞ্জয় সিং।

ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় খেলাধুলোর ভবিষ্যতের কথা ভেবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তাছাড়া সামনে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে। মার্চের শেষ সপ্তাহে জর্ডানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। সেখানে অংশগ্রহণ না করতে পারলে সেপ্টেম্বরে জাগ্রেবে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন না ভারতীয় কুস্তিগিররা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সেই বাধা রইল না।

Advertisement

তবে সেই সঙ্গে কিছু নির্দেশিকাও দিয়েছে ক্রীড়ামন্ত্রক। যার মধ্যে আছে, কুস্তি সংস্থার সঙ্গে যিনি সরাসরি যুক্ত নন, তিনি সংস্থার কোনও কাজে থাকতে পারবেন না। শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পাবেন। সেই সঙ্গে সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় কুস্তিগির নির্বাচনে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেটাও দেখতে হবে। তাতে প্রশ্ন থামছে না। এই নির্দেশিকার মাধ্যমে কি ব্রিজভূষণের পরোক্ষ দাপট থামানো যাবে?

নামেই তিনি আর এখন পদে নেই। কিন্তু সেই ব্রিজভূষণ সিংয়ের বাড়িতেই ফিরেছে কুস্তি ফেডারেশনের অফিস। যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দেশের কুস্তিগিররা। ফেডারেশন কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে WFI-র অফিস। কিন্তু সেই কথা রাখতে পারেননি না তাঁরা। যার জন্য ফেডারেশনের উপর ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞাকেই ঢাল করা হচ্ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তারা কী পদক্ষেপ নেন, সেটাই দেখার।

উল্লেখ্য, ২০২৩-র আগস্টে কুস্তির ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে। মূল কারণ ছিল, দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না। দেশের কুস্তির দায়িত্ব ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটির হাতে। পরে বছরের শেষের দিকে নির্বাচনের পর ক্ষমতায় আসেন সঞ্জয় সিং। কিন্তু তার আগেই ক্রীড়ামন্ত্রক নিষিদ্ধ করে কুস্তি ফেডারেশনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement