সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্ট শুরুর আগে শুনতে হয়েছিল ‘দুর্বল প্লেয়ার’ কটাক্ষ। তিনি চুপ ছিলেন। জবাবটা সম্ভবত ৬৪ খোপে দেওয়ার জন্য তুলে রেখেছিলেন। আবারও সেটাই করলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ। গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র্যাপিড ২০২৫ টুর্নামেন্টে কার্লসেনকে ফের হারিয়ে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠলেন ভারতীয় দাবাড়ু।
বৃহস্পতিবার রাতের ম্যাচেটা গুকেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই টুর্নামেন্টের শুরুটা মোটেই ভালো হয়নি তাঁর। পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার দুদারের কাছে প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন গুকেশ। তবে পরের দুই রাউন্ডে জিতে কার্লসেনের বিরুদ্ধে নামার আগে তাঁর সমান পয়েন্টে দাঁড়িয়েছিলেন গুকেশ। এই রাউন্ডে কার্লসেনের কাছে হারলে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়তেন গুকেশ। কিন্তু বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি শুধু জিতলেন তাই নয়, রীতিমতো হেসেখেলে জিতলেন। এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠলেন গুকেশ।
তিনি বিশ্বচ্যাম্পিয়ন। সদ্য নরওয়ে ওপেনে কার্লসেনকে হারিয়েছেন। তবু প্রাপ্য সমীহ পাননি গুকেশ। এই টুর্নামেন্টে নামার আগেও কার্লসেন মুকেশের দিকে কটাক্ষের তিরই ছুঁড়েছিলেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নিজের হাঁটুর বয়সী ভারতীয় দাবাড়ুকে টুর্নামেন্টের অন্যতম ‘দুর্বল প্লেয়ার’ বলে একপ্রকার উড়িয়ে দিয়েছিলেন। কার্লসেন বলেছিলেন, “গুকেশ আগের বার ভালো পারফর্ম করেছিল ঠিকই। কিন্তু ওকে প্রমাণ করতে হবে এই ফর্ম্যাটে ও সেরা প্লেয়ার। ওকে এই টুর্নামেন্টে অন্যতম দুর্বল প্লেয়ার হিসাবেই ধরছি।’
সেই দুর্বল প্লেয়ারের কাছেই শেষমেশ হারতে হল নরওয়ের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে। হারের পর অবশ্য গুকেশের প্রশংসা করেছেন তিনি। তবে হারের জন্য নিজের খারাপ ফর্মকেই দায়ী করেছেন কার্লসেন। তিনি বলছেন, “সত্যি বলতে আমি এই মুহূর্তে খেলাটাকে উপভোগ করছি না। বড্ড দোনামনায় খেলছি। খুব খারাপ পারফর্ম করেছি। আর গুকেশ নিজের সব সুযোগ কাজে লাগিয়েছে। সত্যি বলতে ও এখন বেশ ভালো খেলছে।” আর গুকেশ যে ভালো খেলছেন, সেটা সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভও মনে করছেন। তিনি বলছেন, “যেভাবে কার্লসেন হেরেছে তাতে ওঁর একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.