সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশের মুকুটে নতুন পালক। গ্র্যান্ড চেস ট্যুরের জাগ্রেব পর্বে সুপারইউনাইটেড র্যাপিড ২০২৫ টুর্নামেন্টে র্যাপিড খেতাব জিতলেন তিনি। ১৯ বছরের দাবাড়ু সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্ট পেয়ে শেষ করে বিশ্ব দাবায় নতুন করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।
ক্রোয়েশিয়ার জাগ্রেব শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছিলেন গুকেশ। তিনি প্রমাণ করে দিয়েছেন কার্লসেনের বিরুদ্ধে তাঁর আগের জয়টি কোনও অপ্রত্যাশিত ছিল না।
World Champion Gukesh @DGukesh 🇮🇳 wins Grand Chess Tour Croatia rapid 💥💥💥https://t.co/ww3WCIsgfi
— Chessdom (@chessdom) July 4, 2025
তিনি বিশ্বচ্যাম্পিয়ন। সদ্য নরওয়ে ওপেনে কার্লসেনকে হারিয়েছেন। তবু প্রাপ্য সমীহ পাননি গুকেশ। এই টুর্নামেন্টে নামার আগেও কার্লসেন মুকেশের দিকে কটাক্ষের তিরই ছুঁড়েছিলেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নিজের হাঁটুর বয়সি ভারতীয় দাবাড়ুকে টুর্নামেন্টের অন্যতম ‘দুর্বল প্লেয়ার’ বলে একপ্রকার উড়িয়ে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে এই টুর্নামেন্টের শুরুটা মোটেই ভালো হয়নি তাঁর। পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার দুদারের কাছে প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন গুকেশ। তবে পরের দুই রাউন্ডে জিতে কার্লসেনের বিরুদ্ধে নামার আগে তাঁর সমান পয়েন্টে দাঁড়িয়েছিলেন গুকেশ। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি শুধু জিতেছিলেন তাই নয়, রীতিমতো হেসেখেলে জেতেন তিনি। এই জয়ের ফলে জাগ্রেবে ১০ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে ওঠেন গুকেশ। এবার ১৪ পয়েন্ট পেয়ে র্যাপিড খেতাব জিতলেন তিনি।
এদিকে গুকেশের কাছে হেরে কার্লসেন বলছেন, “সত্যি বলতে আমি এই মুহূর্তে খেলাটাকে উপভোগ করছি না। বড্ড দোনামনায় খেলছি। খুব খারাপ পারফর্ম করেছি। আর গুকেশ নিজের সব সুযোগ কাজে লাগিয়েছে। সত্যি বলতে ও এখন বেশ ভালো খেলছে।” আর গুকেশ যে ভালো খেলছেন, সেটা সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভও মনে করছেন। তিনি বলছেন, “যেভাবে কার্লসেন হেরেছে তাতে ওঁর একাধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.