সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্কুল গেমসে (National School Games) সোনা জিতলেন বাংলার তিরন্দাজ অনিমেষ রায়। অনূর্ধ্ব ১৯ বিভাগে সেরা হয়েছেন তিনি। ঝাড়গ্রামের তিরন্দাজের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তরুণ তিরন্দাজকে। অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।
ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র অনিমেষ। গুজরাটের নাদিয়াদে ৬৮তম জাতীয় স্কুল গেমসে বাংলার প্রতিনিধিত্ব করেছেন এই তরুণ তিরন্দাজ। রবিবার সর্বোচ্চ স্কোর করে অনূর্ধ্ব ১৯ বিভাগে সোনা জিতে নেন তিনি। তার পরেই নিজের এক্স হ্যান্ডেলে তরুণ তিরন্দাজকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই। অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলোর সুযোগ করে দিতে ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি-সহ বাংলার বিভিন্ন জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট ৮টি অ্যাকাডেমি আমাদের সরকারই তৈরি করেছে। এটা আমার গর্ব। একদিন এই সব জায়গা থেকে ছেলেমেয়েরা অলিম্পিক্সে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে— এই প্রত্যাশা আমি রাখি।”
গুজরাটে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ অনূর্ধ্ব-১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি-র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। ওর এই সাফল্যের জন্য অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই।
অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার…
— Mamata Banerjee (@MamataOfficial) November 17, 2024
উল্লেখ্য, ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমিটি রাজ্য সরকার দ্বারা পরিচালিত। কয়েক মাস আগে আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে এক দিন আমাদের মেয়েরা অলিম্পিক্সে যাবে। তারা অলিম্পিক্স জয় করবে।” চলতি জাতীয় স্কুল গেমসে বাংলা থেকে যে তিরন্দাজি দল গিয়েছে, তার মধ্যে অধিকাংশই এই ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র। চলতি গেমসে বাংলার প্রতিনিধিত্ব করছেন ৪৮ জন। তার মধ্যে ২৩ জনই ঝাড়গ্রাম অ্যাকাডেমির। দিনকয়েক আগে রাজ্য গেমসেও চমকপ্রদ সাফল্য পেয়েছেন এই অ্যাকাডেমির তিরন্দাজরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.