Advertisement
Advertisement
Rafael Nadal

এই র‌্যাকেটেই ফরাসি ওপেন জিতেছিলেন নাদাল, নিলামে দাম উঠল ১ কোটিরও বেশি!

নিলামে র‌্যাকেটটির এত দাম ওঠার কারণ কী?

Nadal won the French Open with this racket, the price at auction rose to more than 10 million!

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 11, 2025 7:18 pm
  • Updated:June 11, 2025 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড মূল্যে বিক্রি হল রাফায়েল নাদালের র‌্যাকেট। তিনি ২০১৭ সালের ফরাসি ওপেন জিতেছিলেন ব্যাবোলাট র‌্যাকেট দিয়ে। সেই র‌্যাকেটই প্রেস্টিজ মেমোরাবিলিয়া নিলামে তোলা হয়েছিল।

Advertisement

জানা গিয়েছে, ১ লক্ষ ৫৭ হাজার ৩৩৩ ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়েছে র‌্যাকেটটি। ভারতীয় মূল্যে যা প্রায় ১ কোটি ৩৪ লক্ষ ৫২ হাজার টাকা। রোলাঁ গারোয় ২০১৭ সালের ফরাসি ওপেনের ফাইনালে স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কাকে। ম্যাচের ফলাফল ছিল ৬-২, ৬-৩, ৬-১। কিন্তু কে জানত, প্রায় ৮ বছর পর ওই র‌্যাকেটই ‘মহামূল্য’ হয়ে উঠবে।

এই প্রসঙ্গে প্রেস্টিজ মেমোরাবিলিয়ার বর্ণনায় লেখা ছিল, ‘নাদালের কাছ থেকে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ব্যবহৃত র‍্যাকেট খুঁজে পাওয়া বিরল ব্যাপার। বিশেষ করে ফাইনালে খেলা র‍্যাকেট খুঁজেই তো পাওয়া যায় না। সেই কারণেই র‍্যাকেটটির এত দাম উঠেছে।’ যে র‍্যাকেটগুলি নিয়ে নাদাল গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, সেগুলি সচরাচর হাতছাড়া করেন না নাদাল। তবে তাঁর এই র‍্যাকেটটি নিয়ে নিলামে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, নাদাল ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন। সম্প্রতি ‘ক্লে কোর্টের সম্রাট’কে ফেয়ারওয়েল জানানো হয়েছিল। সেখানে তাঁকে দেখে উপস্থিত দর্শকরা ‘রাফা… রাফা’ স্লোগান দিতে থাকেন। তাঁর অটোগ্রাফ নিতে ছুটে আসেন অসংখ্য দর্শক। পরে তাঁকে দেখা যায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে। প্যারিসের কোর্টে নাদালের নামের পাশে ১১২টি জয়। হেরেছেন মাত্র চার ম্যাচ। তাঁকে ‘ক্লে কোর্টের সম্রাট’ বলা হয় এই কারণেই। গত বছরের নভেম্বরে কিংবদন্তি নাদাল তাঁর টেনিস কেরিয়ারের ইতি টানেন। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে অবসর নেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement