Advertisement
Advertisement

Breaking News

National Games

নিজেদের মধ্যেই বচসা! জাতীয় গেমসের ইভেন্টে নামাই হল না বাংলার মহিলা সাঁতারুদের

সাঁতারের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলে ইভেন্টে নামার কথা ছিল বাংলার মেয়েদের।

National Games: Bengal swimming team did not participate in race

প্রতীকী ছবি।

Published by: Arpan Das
  • Posted:February 3, 2025 7:19 pm
  • Updated:February 3, 2025 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় গেমসে বিতর্ক বাংলাদের সাঁতারুদের নিয়ে। ২০০ মিটার ফ্রি স্টাইল রিলে রেসে নামা হল না বাংলার মহিলা সাঁতারুদের। জানা যাচ্ছে, নিজেদের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলার মেয়েরা। যার জেরে শেষমেশ প্রতিযোগিতাতেই নামা হল না তাঁদের।

উত্তরাখণ্ডে চলছে ৩৮ তম জাতীয় গেমস। সেখানে সাঁতারের ২০০ মিটার ফ্রি স্টাইল রিলে ইভেন্টে নামার কথা ছিল বাংলার মেয়েদের। সেই দলে ছিলেন সৌবৃতি মণ্ডল। জানা যাচ্ছে, রিলেতে কে কোন পজিশনে নামবেন, তা নিয়ে বচসার সূত্রপাত হয়। সেখান থেকে মতপার্থক্য ক্রমশ বাড়ে। যার জেরে বাংলার প্রতিযোগীদের আর এই ইভেন্টে নামতে দেওয়া হয়নি বলে।

Advertisement

জানা যাচ্ছে, রিলে দলে সবার আগে নাম রাখা হয়েছিল সৌবৃতিকে। ২৩ বছরের সাঁতারু ২০০ মিটার ও ১০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন। তবে তিনি নিজে চতুর্থ ল্যাপে নামতে চান। শেষ পর্যন্ত কে কোন পজিশনে নামবেন, সেটা নিয়েই নিজেদের মধ্যে বচসা বাঁধে। কল রুমে সকলের সামনেই বাংলার সাঁতারুরা ঝামেলায় জড়িয়ে পড়েন বলে সূত্রের খবর।

তবে বাংলার সাঁতারু সংস্থার সভাপতি রামানুজ মুখোপাধ্যায়ের মতে, পদকের সম্ভাবনা ছিল না বলে দল নামানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement