সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক একমাস আগের কথা। আচমকা বিয়ের ছবি পোস্ট করেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। দীর্ঘদিনের প্রেমিকা হিমানি মোরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কিন্তু কীভাবে তাঁদের প্রেমকাহিনি শুরু? অবশেষে নিজেই সেই বিষয়ে মুখ খুললেন নীরজ চোপড়া।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নীরজ বলেন, “আমি ওকে বহুদিন ধরে চিনি। হিমানি এমন এক পরিবার থেকে এসেছে, যাদের পরিবারে খেলার ইতিহাস আছে। আমাদেরও তাই। ওর বাবা-মা কবাডি প্লেয়ার ছিলেন। দাদারা বক্সার ও কুস্তিগির। আর হিমানি নিজে টেনিস খেলত। কিন্তু চোট পাওয়ার পর পড়াশোনাতেই বেশি মনোযোগ দেয়।”
১৬ জানুয়ারি, হিমাচল প্রদেশের দুই পরিবারের অল্প কিছু মানুষের উপস্থিতিতে নীরজ ও হিমানির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। কিন্তু কীভাবে শুরু পথ চলা? নীরজ জানান, “আমাদের দুজনের পরিবারের খেলাধুলোর ইতিহাস আছে। তার জন্য আমাদের প্রথম সাক্ষাতের সুযোগ হয়। যেভাবে আর জন অ্যাথলিট কথা বলে, আমরাও সেভাবেই কথা বলতাম। গোটা বিষয়টা প্রথমে হালকাছলে ছিল। তারপর ধীরে ধীরে প্রেমে পড়ে গেলাম।”
এবার কি বড় কোনও অনুষ্ঠান হবে? ভরসা দিচ্ছেন নীরজ। তিনি বলেন, “মাত্র কয়েকজন বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে জানত। যেহেতু নতুন মরশুম শুরু হবে, তাই বড় করে অনুষ্ঠান করিনি। কারণ এত লোককে নিমন্ত্রণ করতে অনেক সময় লাগবে। তবে আশা করি, সেটা তাড়াতাড়ি হবে। আমার গ্রামের লোকেরা বিষয়টা বোঝে। অনুষ্ঠান যখনই হোক, গোটা গ্রাম নিমন্ত্রিত থাকবে। সেটা বোনের বিয়ে হোক বা টোকিও থেকে পদক জিতে ফেরা। আমি আর হিমানি একটু সময় পেলেই বড় করে অনুষ্ঠান করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.