Advertisement
Advertisement
Neeraj Chopra

রয়েছে জ্যাভলিনে বিশ্বরেকর্ড, নতুন লক্ষ্যে ছোটবেলার ‘আইকন’কেই কোচ হিসেবে পেলেন নীরজ

নীরজের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন নতুন কোচও।

Olympic Medalist Neeraj Chopra announced that he will be coached by Jan Zelezny

নতুন কোচ ইয়ান জেলেজনির সঙ্গে নীরজ চোপড়া।

Published by: Arpan Das
  • Posted:November 9, 2024 3:17 pm
  • Updated:November 9, 2024 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগেই পুরনো কোচের সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে নীরজ চোপড়ার। পাঁচ বছর পর সঙ্গ ছেড়েছেন ক্লজ বার্তোনিৎজের। এর মধ্যেই নতুন কোচের নাম জানিয়ে দিলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ। আর তিনি কেউ নন, ইয়ান জেলেজনি। যাঁর নামে আজও রয়েছে জ্যাভলিনের বিশ্বরেকর্ড।

১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন জেলেজনি। বিশ্বের সর্বকালের সেরা দশটি থ্রোয়ের মধ্যে পাঁচটি রয়েছে তাঁর নামে। চেক রিপাবলিকের জ্যাভলিন তারকা চারবার নিজের রেকর্ড ভেঙেছেন। ১৯৯৬ সালে তিনি জার্মানিতে তিনি ৯৮.৪৮ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন। যা আজও বিশ্বরেকর্ড।

Advertisement

জেলেজনিকে নিজের মুগ্ধতার কথা এর আগেও জানিয়েছিলেন নীরজ। বর্তমানে তাঁর বক্তব্য, “বড় হওয়ার সময় ইয়ানের টেকনিক নিয়ে বহু ভিডিও দেখতাম। বহু বছর তিনি এই খেলার সেরা তারকা ছিলেন। আমাদের জ্যাভলিন ছোঁড়ার স্টাইলও একই রকম। ইয়ান খুবই জ্ঞানী। ওঁর সঙ্গে কাজ করতে করতে পারলে আমার উন্নতি হবে। ইয়ানের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে গর্বের। নিজের কেরিয়ারে আমাকে আরও একধাপ এগোতে সাহায্য করবে। কবে ওঁর সঙ্গে কাজ শুরু করব, তর সইছে না।”

সেই সঙ্গে একটা মজার কথাও ভাগ করে নিয়েছেন নীরজ। তিনি বলেন, “যখন আমি ২০২০-র টোকিও অলিম্পিকে জ্যাভলিন ছুঁড়ছিলাম, তখন আমার পিছনে ইয়ান বসেছিলেন। সিলভার ও ব্রোঞ্জজয়ীদের কোচ ছিলেন তিনি। কিন্তু তিনি জানতেন না, আমার সোনাজয়েও ওঁর প্রচ্ছন্ন ভূমিকা আছে।”

অন্যদিকে জেলেজনিও বলছেন, “আমি বহুদিন আগেও বলেছিলাম, নীরজ খুবই প্রতিভাবান। কেরিয়ারের প্রথম দিকে ওকে দেখেই বুঝেছিলাম, ভবিষ্যতে ভালো ফল করবে। ঠিক করেছিলাম, যদি চেক রিপাবলিকের বাইরে কাউকে কোচিং করাই সেটা নীরজই হবে। শীতকালে দক্ষিণ আফ্রিকার ক্যাম্পে ওর সঙ্গে কাজ শুরু করব। আশা করি, ভবিষ্যতে আরও ভালো ফল করবে নীরজ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement