Advertisement
Advertisement
Paris Paralympic 2024

হাইজাম্প-জ্যাভলিনে জোড়া পদক ভারতের ঝুলিতে, টোকিওকে ছাপিয়ে নয়া ইতিহাস প্যারিস প্যারালিম্পিকে

প্যারিস প্যারালিম্পিকে তৈরি হল পদক জয়ের সর্বকালীন রেকর্ড।

Paris Paralympic 2024: India win five more medals to reach record tally of 20

অজিত সিং ও সুন্দর সিং ভারতকে জ্যাভলিনে জোড়া পদক এনে দেন।

Published by: Krishanu Mazumder
  • Posted:September 4, 2024 9:38 am
  • Updated:September 5, 2024 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস প্যারালিম্পিকে (Paris Paralympics 2024) ভারতের জয়জয়কার। কবিতার শহরে তৈরি হল নতুন এক ইতিহাস। হাই জাম্পে (টি৬৩ ক্যাটাগরি) জোড়া পদক আসতেই প্যারিস প্যারালিম্পিকে তৈরি হল পদক জয়ের সর্বকালীন রেকর্ড। গত দুদিন ধরে প্যারিস প্যারালিম্পিকে ভারতের প্যারালিম্পিয়ানরা একের পর এক পদক জিতে চলেছেন। তার ফলে পদক জয়ের নিরিখে ভারত ছাপিয়ে গেল টোকিও প্যারালিম্পিককেও। টোকিওয় ভারত পেয়েছিল ১৯টি পদক। প্যারিসে এখনই ২০টি পদক ভারতের ঝুলিতে। 
সোমবার ভারতের ঝুলিতে এসেছিল মোট আটটি পদক। মঙ্গলবার প্যারালিম্পিকের ষষ্ঠ দিনে সোনা না এলেও, মোট পাঁচটি পদক এল ভারতের ঝুলিতে। জ্যাভলিন থ্রো এবং হাই জাম্পে পদক জেতার ফলে ভারতের পদক সংখ্যা হল ২০। আগামী দিনে পদকের সংখ্যা আরও বাড়তেই পারে। উল্লেখ্য টোকিওয় মোট ১৯টি পদক জিতেছিল ভারত।
মঙ্গলবার ভারতকে প্রথম পদক এনে দেন দীপ্তি জীবনজি। মহিলাদের ৪০০ মিটারে (টি২০ ইভেন্টে) ব্রোঞ্জ পান তিনি। সময় করেন ৫৫.৮২ সেকেন্ড। পুরুষদের হাইজাম্পে মারিয়াপ্পান থাঙ্গাভেলুও ব্রোঞ্জ পান। প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে তিনটি প্যারালিম্পিক্সে পদক জিতলেন তিনি। একই বিভাগে শরদ কুমার পান রুপো। চতুর্থ স্থানে শেষ করায় পদক হাতছাড়া হয় শৈলেশ কুমারের। 
জ্যাভলিন থ্রোয়ে এল জোড়া পদক। অজিত সিং পান রুপো ও ব্রোঞ্জ পান সুন্দর সিং গুরজার।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ