Advertisement
Advertisement

Breaking News

বিন্দ্রার হাতে তেরঙ্গা উড়ল ওলিম্পিকের জমকালো উদ্বোধনে

তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হল ব্রাজিলের সুন্দর দিকগুলিকে আরও সুন্দর করে তোলার স্বপ্ন৷

Rio Olympics: opening ceremony and India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 3:49 pm
  • Updated:August 5, 2019 5:36 pm

দীপক পাত্র, রিও: যা দেখলাম তা সত্যিই অপূর্ব৷

ইন্ডিয়া৷ নামটা ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালিতে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম৷ মনে হল যেন আমি আমার পাড়ার মোহনবাগান-ইস্টবেঙ্গল মাঠে বসে খেলা দেখছি৷ যেভাবে এই দুই বড় ক্লাবের খেলা থাকলে বা ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ থাকলে কলকাতায় ঘটে থাকে৷ এককথায়, বর্ণাঢ্য৷ ৩১তম রিও ওলিম্পিকের উদ্বোধন হয়ে গেল৷ ২০১৪-র ফুটবল বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই মারাকানা স্টেডিয়ামে৷ নয় নয় করে ৭৮ হাজারের বেশি দর্শকের উপস্থিতি৷ বর্ণ-ছন্দ-তালে একাকার হয়ে গেল শতাধিক দেশের সংস্কৃতি৷

Advertisement

rio6_web

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণার সঙ্গে সঙ্গে আতসবাজির রঙের ছটায় উজ্জ্বল হয়ে উঠল গোটা স্টেডিয়াম৷ অভিনব বিন্দ্রা আমাদের জাতীয় পতাকা নিয়ে এগিয়ে আসছেন৷ পিছনে কোট-প্যান্ট পরা ভারতীয় অ্যাথলিটরা একে একে পা রাখলেন মঞ্চে৷ সাইনা নেহওয়ালদের গায়ে কালো-হলুদ শাড়ি৷ লিয়েন্ডারদের গায়ে কালো কোট-প্যান্ট৷ সবথেকে আশ্চর্য এই প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিটদের মাথায় পাগড়ি নেই৷ এবছর সবথেকে বড় দল এসেছে ভারতের৷ কিন্তু কোথাও যেন একটা তাল কেটে গেল৷ ভারতীয় মহিলা হকি দল অনুষ্ঠানে উপস্থিত হলেন না পুরুষ দল৷ হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট অবশ্য আগেই জানিয়ে ছিলেন যে শনিবারই শ্রীজেশরা মাঠে নামবেন৷ তাই অনুষ্ঠানে যাবেন না তাঁরা৷ তবে জানা গিয়েছে, আসল কারণ অন্য৷ পোশাক বিভ্রাটের কারণে নাকি হকি দল যোগ দিতে পারেনি৷ আর তিরন্দাজরা যোগ দেননি৷

rio3_web

এদিকে ইভেন্ট থাকার জন্য যোগ দেননি ভারতীয় তিরন্দাজরা৷ বর্ণাঢ্য অনুষ্ঠানের আগে অবশ্য মন খারাপ হয়ে গিয়েছিল দীপিকা কুমারীদের জন্য৷ কারণ প্রথমদিন তাঁদের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক৷ ব়্যাঙ্কিং রাউন্ডে সাত নম্বরে শেষ করে ভারতীয় মহিলা দল৷

১৯৫০-এর ব্রাজিল বনাম উরুগুয়ের মধ্যে বিশ্বকাপ ফাইনালকে ছুঁয়ে ফেলল ২০১৬-র ওলিম্পিক৷ সেদিন গ্যালারিতে ছিল এক লাখ নিরানব্বই হাজার দর্শক৷ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখল সত্যিই এক মহান মুহূর্ত৷ বিশ্ব উষ্ণায়নের বার্তা দিল গ্রেটেস্ট শো৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০৯টি দেশের এগারো হাজার প্রতিনিধিরা পা মেলালেন প্যারেড অফ নেশনে৷

rio5_web

এই প্রথম লাতিন আমেরিকায় ওলিম্পিক হচ্ছে৷ ওলিম্পিকের মশাল প্রজ্জ্বলন করলেন ২০০৪ সালের এথেন্স ওলিম্পিকে ব্রাজিলের ব্রোঞ্জ জয়ী অ্যাথলিট ভেন্ডেরলেই ডি লিমা৷ লেজারের আলোয় মারাকানার মঞ্চে জেগে উঠছে ব্রাজিলের সমুদ্র সৈকত থেকে আমাজনের অরণ্য৷ সুপার মডেল জিজেল বুন্দচেনের ব়্যাম্প ওয়াক ওলিম্পিকের উদ্বোধনের রোশনাই যেন কয়েকগুণ বাড়িয়ে দিল৷ তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হল ব্রাজিলের সুন্দর দিকগুলিকে আরও সুন্দর করে তোলার স্বপ্ন৷

samba_web

এরপর দেশের পতাকা হাতে একে একে মঞ্চে আসতে শুরু করলেন ওলিম্পিক যোদ্ধারা৷ ১৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল মঞ্চে আসতেই যেন বাঁধ ভাঙল৷ প্রথমবার ওলিম্পিকে যোগ দেওয়া রিফিউজি দলও আলাদা করে নজর কাড়ল৷ ৯৫তম দেশ হিসাবে এল ভারত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ