Advertisement
Advertisement
PCB

ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তড়িঘড়ি প্রাক্তন আম্পায়ারকে নির্বাচক কমিটিতে নিল পাকিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে দু’টো টেস্টের দু’টোতেই হেরেছিল শান মাসুদের পাকিস্তান।

PCB revamps selection panel, adds retired umpire Aleem Dar to committee

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:October 12, 2024 1:41 pm
  • Updated:October 12, 2024 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল‌্যান্ডের বিরুদ্ধে মুলতানে কুৎসিত ভাবে ইনিংস ও ৪৭ রানে টেস্ট ম‌্যাচ হারার পর জাতীয় নির্বাচক কমিটিতে বড়সড় রদবদল করে ফেলল পাকিস্তান। নির্বাচক কমিটিতে নিয়ে আসা হল টেস্ট আম্পায়ারিং থেকে সদ‌্য অবসর গ্রহণ করা পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে।

কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে দু’টো টেস্টের দু’টোতেই হেরেছিল শান মাসুদের পাকিস্তান। এবার ইংল‌্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক টেস্ট হার। এরপর অদলবদল অবশ‌্যম্ভাবী ছিল। সেটা এল জাতীয় নির্বাচক কমিটিতে। নতুন যে নির্বাচক কমিটি হয়েছে, তাতে রয়েছেন প্রাক্তন পাকিস্তান পেসার আকিব জাভেদ। রয়েছেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার আজহার আলিও। এঁদের সঙ্গে রাখা হয়েছে ক্রীড়া অ‌্যানালিস্ট হাসান চিমাকে। যিনি পাকিস্তান সুপার লিগে ম‌্যানেজারের কাজও করেন! প্রাক্তন টেস্ট ব‌্যাটার আসাদ শফিক আগে থাকতেই ছিলেন কমিটিতে। আর পঞ্চম পদে নেওয়া হল আলিম দারকে। এখানে বলে রাখা যাক, দারই প্রথম পাকিস্তানি আম্পায়ার, যিনি জাতীয় নির্বাচক কমিটিতে সুযোগ পেলেন।

Advertisement

এ দিকে ঘরের মাঠে আবার হেরে রীতিমতো ভেঙে পড়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ইংল‌্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্ট ইনিংস ও ৪৭ রানে হারার পর তিনি বলেছেন, ‘‘ঘরের মাঠে কুৎসিত ভাবে আবার একটা টেস্ট আমাদের হারতে হল। ইংল‌্যান্ড টেস্ট জেতার একটা রাস্তা খুঁজে বার করতে পেরেছে। আমরা যা পারিনি।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement