Advertisement
Advertisement
Police Athletic Club

‘আমরাও আর জি কর কাণ্ডের বিচার চাই’, শান্তির বার্তা পুলিশ অ্যাথেলেটিক ক্লাবের

পুলিশ সমাজেরই অংশ, বার্তা পুলিশ এসি-র ফুটবল সচিবের।

Peace Message by Police Athletic Club
Published by: Kishore Ghosh
  • Posted:September 10, 2024 4:44 pm
  • Updated:September 10, 2024 4:45 pm

স্টাফ রিপোর্টার: চব্বিশ ঘণ্টা আগেই কলকাতা লিগে মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে পুলিশ অ‌্যাথলেটিক ক্লাব। তবে বড় দলের বিরুদ্ধে সেই জয়ের পর সমাজের বর্তমান পরিস্থিতির কথা ভেবেই উচ্ছ্বাসে ভেসে যাননি পুলিশ এসির কর্তারা। সোমবার সেই পুলিশ এসি-র পক্ষ থেকে ক্লাবের ফুটবল সচিব সুব্রত দাস শহরবাসীকে শান্তির বার্তা দিলেন। আর জি কর কাণ্ডে বিচারও চাইলেন তিনি।

পুলিশ এসি-র সচিব সুব্রত বলেন, “পুলিশ সমাজেরই অংশ। আপনাদের মতো আমরাও আর জি কর কাণ্ডের বিচার চাই। সমাজকে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য চাই। যে বোঝাপড়ার অভাব হচ্ছে, সেটা কমিয়ে আনতে হবে আমাদের। হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। শান্তি বজায় রাখুন। আমাদের উপর আস্থা রাখুন।” কলকাতা লিগে পুলিশের বেশ কয়েকটি দল রয়েছে। এই ক্লাবগুলো ফুটবলের মাধ্যমে সামাজিক উন্নয়নের কাজ করে থাকে। খেলাধুলোতেও বিভিন্ন লিগে অংশ নিয়ে থাকে তারা। সব কিছুই করা হয় সমাজের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য।

Advertisement

 

[আরও পড়ুন: ‘৫৬ ইঞ্চির ছাতি এখন ইতিহাস’, আমেরিকায় মোদিকে তোপ রাহুলের]

কয়েক বছর আগে কলকাতার বস্তি অঞ্চলে অপরাধ প্রবণতা কমানোর জন্য ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে ‘গোল’ প্রোজেক্ট শুরু করেছিল কলকাতা পুলিশ। বস্তি অঞ্চলের ছেলে-মেয়েরা যাতে ফুটবলে মনোনিবেশ করে অপরাধ প্রবণতা কমায়, সেই লক্ষ্য নিয়েই ‘গোল’ প্রজেক্ট শুরু করেছিল কলকাতা পুলিশ। সেই উদ্যোগ যথেষ্টই সাড়া ফেলেছিল সমাজে।

 

[আরও পড়ুন: রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি! গ্রেপ্তার অভিযুক্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement