Advertisement
Advertisement

Breaking News

IPL 2024

বৃষ্টিদিনে ‘ধুয়ে গেল’ মুম্বই, ইডেনে প্লে অফ নিশ্চিত করল কেকেআর

ঘরের মাঠে ১৮ রানে ম্যাচ জিতল কলকাতা।

Today KKR Beat MI in IPL 2024
Published by: Kishore Ghosh
  • Posted:May 12, 2024 12:33 am
  • Updated:May 12, 2024 1:07 am  

কলকাতা নাইট রাইডার্স: ১৫৭/৭ (১৬ ওভার) ভেঙ্কেটেশ আইয়র ৪২, নীতীশ রানা ৩৩, বুমরা (৩৯/২)
মুম্বই ইন্ডিয়ানস: ১৩৯/৮ ঈশান কিসান ৪০, তিলক বর্মা ৩৩, বরুণ চক্রবর্তী (১৭/২) 

১৮ রানে ম্যাচ জিতল কলকাতা।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিদিনে ‘ধুয়ে গেল’ মুম্বই, ইডেনে প্লে অফ নিশ্চিত করল কেকেআর।প্রথম দল হিসাবে শেষ চারে পৌঁছাল নাইটরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান করে কেকেআর। জবাবে ৮ উইকেটে ১৩৯ রানে শেষ হয়ে গেল হার্দিক পাণ্ডিয়ার দল। ফলে ঘরের মাঠে ১৮ রানে জিতল কলকাতা। কেকেআরের সফলতম বোলার বরুণ চকর্বতী ১৭ রানে নিলেন ২ উইকেট। বলে তাঁকে সঙ্গ দিলেন রাসেল (৩৪/২) হর্ষিত রানা (৩৪/২) এবং সুনীল নারিন (২১/১)। 

যিনি ডোবান, তিনিই ভাসান! গত সপ্তাহে প্রকৃতির রক্তচক্ষু দেখেছিল গোটা রাজ্য। কলকাতা পুড়েছিল বেনজির ৪২ ডিগ্রি তাপমাত্রায়। গত কয়েক দিনের ঝড়বৃষ্টিতে ম্যাজিক করে হাওয়া হয়ে গিয়েছে সেই অসহ্য গরম। যেন বা অকাল বর্ষাই আগত বাংলার দ্বারে! এর প্রভাব পড়ল ইডেনে আইপিএলের ম্যাচে। কলকাতা বনাম মুম্বইয়ের ম্যাচ বৃষ্টির জেরে ২০ ওভার থেকে কমে হল ১৬ ওভারের। নির্ধারিত সময়ের অনেকটা পরে রাত ৯টায় টস হয়, খেলা শুরু হয় ৯টা ১৫ নাগাদ। কমে বোলারদের সর্বোচ্চ ওভারের সংখ্যাও। এই ম্যাচে দুই দলের এক জন করে বোলারকে চার ওভার বল করার অনুমতি দেওয়া হয়।

বৃষ্টির পর ইডেনে ব্যস্ত মাঠকর্মীরা।

অ্যাওয়ে ম্যাচে টসে জিতে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া সেই সুযোগ করে দেন দলের প্রধান বোলার জসপ্রীত বুমরাকে। দায়িত্ব পালন করেন তিনি। চার ওভারে ৩৯ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন। কলকাতাকে বড় স্কোর করতে দিলেন না মুম্বইয়ের আরেক অভিজ্ঞ বোলারা। তিনি পীযূষ চাওলা (৩-২৮-২) চাওলা। তারপরেও যে কলকাতা দেড়শো রানের গণ্ডি ডিঙোলো অন্যতম কারণ ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট (৪২)। খেলার দ্বিতীয় ওভারেই মাত্র ১০ রানে দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর হাল ধরেন ভেঙ্কটেশ। পরে প্রয়োজনের সময় দলের পাশে দাঁড়ান নীতীশ (৩৩)। শেষের দিকে অবদান রাখেন রাসেল (২৪), রিঙ্কু এবং রমনদীপ সিং (১৭)। শেষ পর্যন্ত বৃষ্টির উদ্বেগকে সঙ্গী করে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৭ রান তোলে কলকাতা।

 

[আরও পড়ুন: মাছি গলার সুযোগ পাবে না, সংসদের নিরাপত্তায় নয়া ব্লু প্রিন্ট শাহের মন্ত্রকের]

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিসান। এদিন ছন্দে থাকা ঈশান ২২ বলে করেন ৪০ রান করেন। তবে ২৪ বলে ১৯ রানের মাথায় বিদায় নেন রোহিত। রান পেলেন না সূর্যকুমার যাদব, শূন্যে রানে ফিরে যান টিম ডেভিড। দলের প্রয়োজনে অধিনায়কচিত ইনিংস খেলতে ব্যর্থ হা্র্দিক পাণ্ডিয়া।৪ বলে ২ করে আউট হলেন তিনি। সুনীল নারিন, রাসেল, বরুণ চক্রবর্তীদের নিয়ন্ত্রিত বোলিং সামলে কিছুটা লড়াই করলেন তিলক বর্মা। ১৭ বলে ৩২ রান করেন তিনি। শেষ দিকে চেষ্টা করেন নমন ধীরও। চালিয়ে খেলে ৬ বলে ১৭ করেন। যদিও ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। ফলে শনিবার জিতে প্লে অফ নিশ্চিত করে শ্রেয়স আইয়ারের কেকেআর।    

 

[আরও পড়ুন: খুনের হুমকি দিতেন মুকুটমণি! ‘মিঠুন স্যর বললেন, ভয় পেও না পাশে আছি’, দাবি স্বস্তিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement