Advertisement
Advertisement
বিরাট কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি! সুযোগ পেতে পারেন তরুণরা

বাংলাদেশের বিরুদ্ধে লড়াই শুরু আগামী ৩ নভেম্বর।

Virat Kohli may not play in India-Bangladesh T20Is
Published by: Sulaya Singha
  • Posted:October 19, 2019 4:01 pm
  • Updated:October 19, 2019 4:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিসিসিআইয়ের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজ্যাভিষেকের পর এটাই হতে চলেছে ভারতের প্রথম হোম সিরিজ। কিন্তু সেই সিরিজেই হয়তো দেখা যাবে না বিরাট কোহলিকে। শোনা যাচ্ছে, শাকিব-আল-হাসানদের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ককে।

গত একবছরে বেশ কয়েকটি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে। যেমন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ কিংবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে খেলেননি তিনি। এবারও হয়তো তাঁকে ছাড়াই দল গোছাবেন জাতীয় নির্বাচকরা। দল বাছাইয়ের আগে নাকি নির্বাচন কমিটির মধ্যে এমনই চুক্তি হয়েছে। আগামী বছর টিম ইন্ডিয়ার খেলার দীর্ঘ তালিকার কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা। সেক্ষেত্রে ফের রোহিত শর্মার ভাগ্যেই নেতৃত্বের শিঁকে ছিঁড়তে পারে। অধিনায়ক হিসেবে যাঁর কেরিয়ার গ্রাফ বেশ উজ্জ্বল। এশিয়া কাপ, নিদাহাস ট্রফি থেকে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সাফল্য রয়েছে রোহিতের ঝুলিতে। তাই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও রোহিতের থেকে প্রত্যাশাও থাকবে অনেকখানি। এছাড়াও দলে শিবম দুবে, শুভমান গিল, কৃ্ষ্ণাপ্পা গৌতম এবং সঞ্জু স্যামসনের মতো তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ধোনির ঘরের মাঠেই ক্যাপ্টেন কুলের রেকর্ড ছুঁলেন রোহিত]

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষ হলেই আগামী ৩ নভেম্বরই শুরু হয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই। প্রথম টি-টোয়েন্টি দিল্লিতে। এদেশে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্টও খেলবেন শাকিবরা। যার মধ্যে আগামী ২২ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে দুই দল। এই প্রথম বাংলাদেশ ইডেনে কোনও টেস্ট খেলতে আসছে। সেই টেস্টের জন্য দুই দেশের প্রধানমন্ত্রীকে আনার চেষ্টা করছেন সৌরভ। সব ঠিকঠাক থাকলে ইডেনেই দেখা হতে পারে মোদি-হাসিনার।

Advertisement

[আরও পড়ুন: টস হারার ভয়ে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রোটিয়া ক্যাপ্টেন, হেসে খুন কোহলিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ