Advertisement
Advertisement

Breaking News

হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে বাস ও ট্যাঙ্কারের ধাক্কা, জখম অন্তত ২৭

আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

At least 27 people injured in a road accident in Haldia Mecheda National High Way । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:March 26, 2023 11:27 am
  • Updated:March 26, 2023 11:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা। দিঘা থেকে কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের ধাক্কা। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জখম হয়েছেন অন্তত ২৭ জন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল ওই সরকারি বাসটি। সিগন্যালের কারণে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে দাঁড়িয়ে পড়ে সরকারি বাসটি। একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসে সজোরে ধাক্কা মারে। তাতেই ঘটে বিপত্তি। দুর্ঘটনা জেরে প্রায় ২৭ জন বাস যাত্রী জখম হন।

Advertisement

[আরও পড়ুন: পুলিশের অনুমতি ছাড়াই দিল্লিতে রাহুলের জন্য ‘সত্যাগ্রহ’ কংগ্রেসের, হাজির প্রিয়াঙ্কা-খাড়গে]

বেশ কয়েকজন বাসযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। জাতীয় সড়কে দুর্ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক ও কোলাঘাট থানার পুলিশ। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজয় নীতু-সুইটির, বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ