Advertisement
Advertisement

১০ বছরের শিশুকে কুপিয়ে খুন করল পিসি

পিসির পাশেই নিশ্চিন্তে ঘুমিয়েছিল ছোট্ট শিশুটি৷

Aunt brutally killed 10 year old child
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2017 8:25 am
  • Updated:December 16, 2019 11:55 am

স্টাফ রিপোর্টার: দশ বছরের ভাইপোকে কুপিয়ে খুন করল পিসি৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বন্দরের রাজাবাগান থানা এলাকায়৷ মৃতের নাম আবদুল রাকিব (১০)৷ এই ঘটনায় জোৎস্না বিবি নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[মৃত বাবার লকারে ৮৩,০০০ টাকার পুরনো নোট, আদালতের দ্বারস্থ মেয়ে]

Advertisement

মঙ্গলবার রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটে রাজাবাগানের পি-২০০ পাঁচপাড়া রোডের জুহিপাড়া এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ির লোকেরাই প্রথমে রক্তাক্ত অবস্থায় আবদুল রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান৷ পাশে পড়ে ছিল একটি সবজি কাটার বঁটি৷ ভাইপোর রক্তমাখা মৃতদেহের পাশেই বসে ছিলেন রাকিবের পিসি জ্যোৎস্না বিবি৷ এরপরই পরিবারের লোকেরা দ্রুত রাকিবকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন৷

Advertisement

[মমতাকে খুনের ফতোয়া বিজেপি নেতার, নিন্দায় জয়া-মায়াবতী]

রাতেই বোনের নামে স্থানীয় থানায় অভিযোগ করেন রাকিবের বাবা৷ সেই অভিযোগের ভিত্তিতে রাতেই আটক করা হয় জ্যোৎস্না বিবিকে৷ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রাজাবাগানের বাসিন্দা এই জ্যোৎস্না বিবির বিয়ে হয় বছর দেড়েক আগে৷ এরপর থেকে তিনি বিহারের পাটনায় থাকতে শুরু করেন৷ কিন্তু বিয়ের কয়েকমাস পর থেকে মানসিক অসুস্থতার শিকার হন তিনি৷ সে কারণেই তাকে শ্বশুরবাড়ির লোকেরা ফের রাজাবাগানে ভাইয়ের কাছে রেখে যান৷

[হনুমান জয়ন্তী বিতর্কে বিজেপি নেতাকে ‘গালিগালাজ’ ইমাম বরকতির]

পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা শুরু হয়েছিল তার৷ মাঝেমধ্যে অসুস্থতার লক্ষণ দেখা গেলেও চিকিৎসায় উন্নতি হতে শুরু করেছিল জ্যোৎস্নার৷ কিন্ত মঙ্গলবার গভীর রাতে যে সে এই ধরনের নৃশংস ঘটনা ঘটিয়ে বসবে তা ভাবতেই পারেননি পরিবারের সদস্যরা৷ তদন্তকারীরা জানিয়েছেন, জ্যোৎস্নার কী সত্যি মানসিক সমস্যা রয়েছে? নাকি অন্য কোনও কারণের সে নিজের ভাইপোকে নৃশংসভাবে খুন করেছে, তা খতিয়ে দেখা হবে৷

[এবার ScoopWhoop ওয়েবসাইটের কর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ