Advertisement
Advertisement

Breaking News

দোলে ছন্দপতন, বসন্ত উৎসবে যোগ দিতে গিয়ে অসুস্থ জ্যোতিপ্রয় মল্লিক

বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি খাদ্যমন্ত্রী।

Bengal food and supplies minister Jyotipriyo Mullick falls ill during Dol Utsav
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2018 2:55 pm
  • Updated:September 16, 2019 12:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলে ছন্দপতন। উত্তর ২৪ পরগনায় হাবড়ায় রঙের উৎসবে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। তড়িঘড়ি খাদ্যমন্ত্রীকে আনা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

[ভিআইপি রোডে দুর্ঘটনার কবলে খাদ্যমন্ত্রীর কনভয়, অল্পের জন্য রক্ষা জ্যোতিপ্রিয়র]

Advertisement

খাদ্যমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা হাবড়া। এবছর হাবড়া পৌরসভা ও বাণীপুর লোক উৎসবের যৌথ উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন হয় বাণীপুরে। সেখানে যোগ দিতে জ্যোতিপ্রিয়বাবু বেলা এগারোটা নাগাদ পৌঁছে যান। তবে অনুষ্ঠান মঞ্চে ওঠার আগে তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তাঁর বুকে ব্যথা শুরু হয়। মন্ত্রীর এমন অবস্থা বুঝে  তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন। খাদ্যমন্ত্রী লোক উৎসবে ফিরে যান। কিন্তু ফের তিনি অসুস্থ বোধ করতে থাকেন। এরপর ঝুঁকি না নিয়ে তাঁকে বারাসতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি নার্সিংহোমে ভরতি করা হয় জ্যোতিপ্রিয়বাবুকে। এরপর বুকে যন্ত্রণা হতে থাকায় আনা হয় কলকাতায়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়।

Advertisement

[দোলের আনন্দে মাতলেন ভিক্ষুকরাও, জলপাইগুড়িতে অন্য বসন্ত উৎসব]

ওই হাসপাতালের চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তিনি রয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। একদিন খাদ্যমন্ত্রী পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান বিধাননগরের বিধায়ক সুজিত বসু। হাসপাতালে মন্ত্রীর পাশে রয়েছেন তাঁর স্ত্রী এবং মেয়ে। কিছু দিন আগে ইএম বাইপাসে দুর্ঘটনার কবলে পড়েছিল খাদ্যমন্ত্রীর কনভয়। জ্যোতিপ্রয়বাবুর তেমন ক্ষতি না হলেও তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি উলটে চারজন জখম হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ