Advertisement
Advertisement

Breaking News

Arjun Singh

করা যাবে না কড়া পদক্ষেপ! অর্জুন সিংকে রক্ষাকবচ হাই কোর্টের

স্বস্তি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।

BJP leader Arjun Singh got safe guard from Calcutta HC

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 13, 2025 11:52 pm
  • Updated:January 13, 2025 11:52 pm  

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে স্বস্তি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট।

ভাটপাড়া থানার পুলিশকে হেনস্তার ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল পুলিশ। সেই মামলায় আগের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপাতত বিজেপি নেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মঙ্গলবার এই মামলার ফের শুনানি রয়েছে। ভাটপাড়া পুলিশের দাবি, ব্যারাকপুর থানার পুলিশ কর্মীরা যখন অর্জুন সিংয়ের বাড়িতে নোটিস নিয়ে হাজির হয়েছিলেন, তখন তাঁর দেহরক্ষী এবং অর্জুন সিং নিজে অফিসারদের হেনস্তা করেন। হাই কোর্টে রক্ষকবচ চেয়ে আবেদন করেছিলেন অর্জুন সিং।

Advertisement

প্রসঙ্গত, একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তাঁর ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে বারবার পুলিশি নোটিস পাঠানো হচ্ছে। সূত্রের খবর, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে, এই অভিযোগ উঠেছে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার ভবানীভবনে ডাকা হয়েছিল তাঁকে। ইতিপূর্বে একাধিক তলব এড়িয়েছেন তিনি। কিন্তু ওইদিন হাজিরা দেন। একইসঙ্গে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement