Advertisement
Advertisement
Bus Accident

মেয়ো রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খেলনা গাড়ির মতো উলটে গেল মিনিবাস! আহত বহু

বাস থেকে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে খবর।

Bus accident in at Mayo Road in Kolkata, many injured | Sangbad Pratidin

ছবি: পিণ্টু প্রধান।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 1, 2023 5:15 pm
  • Updated:April 1, 2023 6:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা কলকাতায় (Kolkata)। মেয়ো রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল দ্রুতগতির একটি মিনিবাস (Minibus)। আহত বহু যাত্রী। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে। তবে সকলকে উদ্ধার করেছে পুলিশ। বাসের ভিতর কেউ আটকে নেই বলে খবর। দুর্ঘটনার জেরে আতঙ্কিত যাত্রীরা।

ছবি: পিণ্টু প্রধান।

শনিবার ঘড়ির কাঁটায় বিকেল প্রায় সাড়ে চারটে। হাওড়া (Howrah) থেকে মেটিয়াবুরুজের দিকে আসছিল যাত্রীবোঝাই একটি মিনিবাস। মেয়ো রোডের কাছে একটা মোটরবাইককে ওভারটেক করতে গিয়ে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল এটি। আর তাতেই বিপত্তি। দ্রুতগতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কার্যত খেলনা গাড়ির মতো উলটে যায় রাস্তার উপর। বাইক এবং বাসের চালক দু’জনই গুরুতর আহত। বাইকটি দুমড়েমুচড়ে গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সন্ধে নাগাদ একজনের মৃত্যু হয়, তবে তাঁর পরিচয় জানা যায়নি এখনও। 

Advertisement

[আরও পড়ুন: এবার পোস্ট অফিসে বিনিয়োগ করতে গেলেও বাধ্যতামূলক প্যান এবং আধার কার্ড! নয়া নিয়ম কেন্দ্রের]

হাওড়া-মেটিবুরুজগামী বাসটিতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাস থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয় দ্রুতগতিতে। বাসের জানলা কেটে তাঁদের উদ্ধার করা হয়। একে একে সমস্ত যাত্রীকেই বের করা হয়েছে বলে খবর। তাঁদের তড়িঘড়ি এসএসকেএম (SSKM) হাসপাতালে পাঠানো হয়। আহত হয়েছেন অন্তত ১৯ জন।

Advertisement

[আরও পড়ুন: এবার জন্ম তারিখ নিয়ে বিতর্কে শতরূপ ঘোষ, শুভেচ্ছা কুড়োতে ব্যবহার করেন লেনিনের জন্মদিন!]

দুর্ঘটনার জেরে মেয়ো রোডে যানজট (Traffick jam) তৈরি হয়। তবে পুলিশ দ্রুতগতিতে তা নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। একটি বাইককে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। সেসময় বাসে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ