Advertisement
Advertisement

Breaking News

বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে, অস্ত্র মামলায় পালটা তোপ দিলীপের

বিজেপিকে বিঁধলেন অনুব্রত মণ্ডল।

Dilip Ghosh Slamm Govt. over Ram nabami issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2018 9:08 pm
  • Updated:July 20, 2019 1:36 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায় : খড়গপুর টাউন থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার আইনি পথেই মোকাবিলা করবেন বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার নদিয়ায় দলীয় এক কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার নামে মামলা প্রত্যেকবার হয়। আইনের পথেই যা করার করব। সারা বাংলা জুড়েই রাম নবমীর দিন বাধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার।”

 সম্প্রীতির নজির, মুসলিম মায়ের কবরে মাটি দিলেন প্রতিবেশী হিন্দু ছেলে ]

Advertisement

রাম নবমীতে অস্ত্র মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী। সে নির্দেশ অমান্য করেই বেরোয় আস্ত্র মিছিল। তা নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। যদিও দিলীপের অভিযোগ, তৃণমূল  নেতারা অস্ত্র নিয়ে বেরোলে কিছু হয় না। শুধু বিজেপি কর্মীদেরই মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। এদিকে, পুরুলিয়ায় রাম নবমীর মিছিলে শিশুদের হাতে অস্ত্র থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এ প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল এদিন বলেন, যারা শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তাদের ঈশ্বর ক্ষমা করবেন না। শিশুদের হাতে অস্ত্র তুলে দিলে তাদের মন ভুল পথে পরিচালিত হবে। অস্ত্রমিছিল নিয়ে বিজেপিকে তোপ দেগে অনুব্রতর বক্তব্য, তারকেশ্বরে মহাদেবের লক্ষ লক্ষ ভক্ত আছেন। মহাদেবের আরাধনার জন্য তাঁদের তো ত্রিশূল হাতে রাস্তায় বেরোতে হয় না।

Advertisement

[  ৬০ বিঘে জমির উপর একান্নপীঠের আদলে ৫১টি মন্দির গড়ছে রাজ্য ]

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের একাধিক এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। কান্দি থেকে রানিগঞ্জ রণক্ষেত্রের চেহারা নেয়। এ নিয়ে একযোগে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এদিন বলেন, “রামায়ণকে কলুষিত করা হচ্ছে। রামকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে। গত বছর বিজেপি শুরু করল। এবছর শাসকদলের প্রশ্রয়ে তার বাড়বাড়ন্ত হল। তৃণমূল বনাম বিজেপির প্রতিযোগিতা চলছে। যা আগে কখনও বাংলা দেখেনি।” সর্বদলীয় বৈঠক ডেকে অবিলম্বে এই পরিস্থিতির সমাধান হোক। এই দাবি রেখেছেন সুজনবাবু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ