Advertisement
Advertisement

Breaking News

প্যান ও আধার কার্ড-সহ মুম্বইয়ে গ্রেপ্তার ৮ বাংলাদেশি নাগরিক

ধৃতদের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনা? খতিয়ে দেখছে পুলিশ।

Eight Bangladeshi infiltrators arrested in Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2018 3:22 pm
  • Updated:July 20, 2019 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনিভাবে এদেশে থাকার অভিযোগে গ্রেপ্তার আট বাংলাদেশি নাগরিক। অভিযুক্তদের গ্রেপ্তার করল মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা (এটিএস)। রবিবার মুম্বইয়ের কান্দিভলি থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছে ভারতে থাকার কোনওরকম বৈধ কাগজপত্র ছিল না। ধৃতদের মধ্য দুজনের কাছ থেকে ভারতীয় প্যান ও আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। মুম্বইতে অবৈধভাবে বাংলাদেশিরা বসবাস করছে। গোপনসূত্রে খবর এসেছিল মহারাষ্ট্র এটিএসের কাছে। সেই তথ্যের ভিত্তিতে বাণিজ্য নগরীর লালজিপাড়া, কান্দিভলি, চারকোপারিয়া এলাকায় তল্লাশি চালায় এটিএসের বিশেষ বাহিনী। তারপর গ্রেপ্তার হয় আট জন।

[ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিন কার? জানতে ৪০ ছাত্রীকে নগ্ন করে তল্লাশি]

জেরায় অভিযুক্তরা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়। তারা যে কোনওরকম বৈধ নথিপত্র ছাড়াই এদেশে থাকছিল, তাও স্বীকার করে নেয়। আটজনকেই পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত পুলিশের নজরদরিতেই থাকবে আটজন। এরমধ্যে, ধৃতদের সঙ্গে কোনও সন্ত্রাসী যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

উল্লেখ্য, প্রতিবেশী বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী এদেশে নতুন কিছু নয়। তবে খাগড়াগড় কাণ্ডের পর থেকেই অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে ভারতে আসছে, তাদের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। কোনওরকম সন্দেহ হলেই গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে লাগাতার জিজ্ঞাসাবাদেরও বন্দোবস্ত থাকছে। মূলত বাংলাদেশ জেএমবি-র বেশ কিছু জঙ্গি রাজ্যে সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদে আশ্রয় নিয়েছে। এমন খবর গোয়েন্দাদের কাছে রয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই সীমান্ত লাগোয়া এলাকা গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisement

[চিনা হুঁশিয়ারি উড়িয়ে অরুণাচলের দরজা বিদেশি পর্যটকদের জন্য খুলবে ভারত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ