Advertisement
Advertisement

Breaking News

শুল্ক দপ্তরের আধিকারিক সেজে প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত

সস্তায় ইঞ্জিন ভ্যান বিক্রির ফাঁদ পেতেছিল সুমন সাধু।

Fake customs officer held for extortion in Bangaon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2018 3:49 pm
  • Updated:November 19, 2018 1:49 pm

সোমনাথ পাল, বনগাঁশুল্ক দপ্তরের আধিকারিক সেজে প্রতারণা। প্রতারণার দায়ে গ্রেপ্তার ভুয়ো আধিকারিক। ধৃতের নাম সুমন সাধু। অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ধরা পড়া ইঞ্জিন ভ্যান স্বল্পমূল্যে বিক্রির ফাঁদ পেতে টাকা হাতিয়ে নেয় সুমন সাধু। পরে উধাও হয়ে গেলেও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ি বনগাঁর আমলাপাড়া এলাকায়। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।

[প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা কাজী আব্দুল গফ্ফর, রাজনৈতিক মহলে শোকের ছায়া]

পুলিশ জানিয়েছে, ধৃত সুমন নদিয়ার গাংনাপুরের বাসিন্দা সুজন মণ্ডল ও প্রশান্ত বিশ্বাসকেই প্রতারণার ফাঁদে ফেলে। ভুয়ো শুল্ক আধিকারিকের পরিচয় দিয়ে প্রথমে তাঁদের বিশ্বাস অর্জন করে। পরে জানায়, সীমান্তে বেশ কয়েকটি ইঞ্জিন ভ্যান ধরা পড়েছে। সেগুলি মাত্র ২৭ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। পেশায় দিনমজুর সুজন মণ্ডল ও প্রশান্ত বিশ্বাস এত সস্তায় ইঞ্জিন ভ্যানের খবর পেয়ে হাতে চাঁদ পেয়ে যান। সঙ্গে সঙ্গেই সুমন সাধুর কাছে দুটি ভ্যানের বরাতও দিয়ে দেন। ফাঁদে পড়েছে বুঝতে পেরে টাকার প্রসঙ্গ পাড়ে সুমন। বনগাঁ থানার বাটার মোড়ের কাছে দু’জনকেই নগদ ২৭ হাজার টাকা নিয়ে দাঁড়িয়ে থাকার পরামর্শ দেয়। নির্ধারিত সময়ে সেখানে পৌঁছয় সুমন সাধু। ওই দু’জনও ততক্ষণে টাকা নিয়ে গাংনাপুর থেকে এসে গিয়েছেন। তাঁদের কাছ থেকে নথিপত্র নিয়ে বিভিন্ন ভুয়ো কাগজে সই করতে বলে সুমন। কথামতো যাবতীয় দায়িত্ব পালন করেন প্রশান্ত ও সুজন। তাঁদের দিয়ে ফর্মও ফিলাপ করিয়ে নেয়। সেই ফাঁকে দুজনের সঙ্গে থাকা টাকার খামও বদলে ফেলে প্রতারক। এর কিছুই আঁচ করতে পারেননি গাংনাপুরের দুই বাসিন্দা। আচমকাই শৌচকর্মের নাম করে সেখান থেকে সরে পড়ে সুমন সাধু। সুজন প্রশান্তকে বলে যায় টাকা নিয়ে বনগাঁর ত্রিকোণ পার্কে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সুমন সাধু ত্রিকোণ পার্কে আসেনি। ততক্ষণে দুজনেই দেখেন তাঁদের টাকার খাম ফাঁকা। গোটা ব্যাপারটা বুঝতে আর অসুবিধা হয়নি।

Advertisement

[পঞ্চায়েতে ভাল কাজের পুরস্কার, বিশ্বব্যাংকের ৪২৬ কোটি টাকা পাচ্ছে রাজ্য]

প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই বনগাঁ থানায় গিয়ে অভিয়োগ দায়ের করেন সুজন মণ্ডল ও প্রশান্ত বিশ্বাস। তাঁদের কাছে অভিযোগ ও অভিযুক্তের সম্পর্কে যাবতীয় বিবরণ পেয়ে তদন্তে নামে পুলিশ। বনগাঁ থানা এলাকার আমলা পাড়ার বাড়ি থেকে সুমন সাধুকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় টাকাও। ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হবে। এদিকে নতুন ছকের প্রতারণার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ