Advertisement
Advertisement

Breaking News

ক্রেতার বেশে কেতাদুরস্ত সুন্দরী চোর! আতঙ্কে ব্যবসায়ীরা

মুহূর্তের অসতর্কতায় গায়েব দামি জিনিসটি।

Fashionable thieves are news trend in Siliguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2017 6:12 am
  • Updated:September 19, 2019 4:54 pm

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: পরনে দামি পোশাক। সুন্দরী ক্রেতার আতঙ্কে এখন তটস্থ শিলিগুড়ি শহরের ব্যবসায়ীরা। কারণ, দোকানির মুহূর্তের অসতর্কতায় দোকানের শোকেসে সাজিয়ে রাখা দামি জিনিস চালান হয়ে যাচ্ছে তাঁদের ব্যাগে। দোকানে সিসিটিভি না থাকলে ধরার কোনও উপায় নেই, এতটাই সুকৌশলী ওইসব চোরেরা।

[শহরে মাদক চোরাচালানের রমরমা, অনলাইনে বিকোচ্ছে চরস-কোকেন!]

Advertisement

সম্প্রতি এমন কয়েকটি ঘটনায় ধন্দ বাড়ছিল। দু’দিন আগে বিধান মার্কেটের একটি দোকানে  মজুত পণ্যের হিসাবে গরমিলের খোঁজ করতে গিয়ে সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ায় তা সামনে এসেছে। এ ধরনের একাধিক অভিযোগ থাকলেও তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে পুলিশ জানিয়েছে। ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ খতিয়ে দেখবে বলে জানান শিলিগুড়ি পুলিশের ডিসি গৌরব লাল।

Advertisement

এদিকে সুন্দরী চোরের আতঙ্কে ব্যবসায়ীরা এতটাই ভীত হয়ে পড়েছেন যে, দোকানে দামি জিনিস সাজিয়ে রাখতে ভরসা পাচ্ছেন না তাঁরা। শনিবার বিধান মার্কেটের ব্যবসায়ী শুভঙ্কর পাল তাঁর প্রসাধনী সামগ্রীর দোকানে বিক্রি হওয়া আর মজুত থাকা পণ্যের হিসাব মেলাতে পারছিলেন না। এনিয়ে তিনি কর্মীদের বকাবকি করেন। শেষে দোকানে লাগানো সিসিটিভিতে নজর রাখতেই ফুটেজ দেখে তাঁর চোখ কপালে ওঠার জোগাড় হয়। দেখা যায়, দুই মহিলা তাঁর দোকানে আসেন। তার মধ্যে একজন এটা-ওটা দাম করে কর্মীদের ব্যস্ত রাখেন। অন্যজন ধীরে ধীরে লিপগ্লস, লিপ লাইনার, কাজল মিলিয়ে প্রায় দু’হাজার টাকার জিনিস ব্যাগে ঢুকিয়ে নেন। এরপর কিছুই পছন্দ হয়নি বলে কেনাকাটা না করে ফিরে যান। দোকান মালিক শুভঙ্করবাবু জানান, ওই মহিলারা এর আগেও তাঁর দোকানে এসেছেন। তবে সেবার হয়তো সুযোগ পাননি।

[রাজস্থানের পর এবার কেরলে রহস্যমৃত্যু বাঙালি শ্রমিকের, ইন্দাসে শোকের ছায়া]

শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক চিত্তরঞ্জন দাস বলেন, “মাঝে মধ্যেই কোনও না কোনও দোকানে চুরি হচ্ছে। নজরদারির জন্য কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে  মোতায়েন করা হয়েছিল। কিন্তু কয়েকদিন পর থেকে তাঁদের দেখা মেলেনি। দামি পোশাক আর ভদ্রস্থ চেহারার মহিলারাও হাত সাফাইয়ে নেমেছেন।

[দশজনের শূন্যপদে আবেদন মাত্র দু’টি! চাকরির হাহাকারে এ কী কাণ্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ