Advertisement
Advertisement

নাচে প্রভু দেবাকেও টক্কর দিলেন শাহিদের ভাই ইশান খট্টর

দেখুন সেই ‘মুকাবলা’র ভিডিও।

Ishaan Khatter dances to Prabhudeva’s song ‘Muqabla’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2018 7:05 pm
  • Updated:January 10, 2019 4:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ছবির মুক্তি আসন্ন। দ্বিতীয় ছবি আবার ধর্মা প্রোডাকশনের ব্যানারে। শাহিদ কাপুরের থেকেও দ্রুত গতিতে সাফল্যের দিকে এগোচ্ছেন ইশান খট্টর। ইতিমধ্যেই ইরানি পরিচালক মজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউড’-এ নিজের অভিনয়ে নজর কেড়েছেন ইশান। তাঁর অভিনয় প্রশংসাও পেয়েছে। তবে এবারে নিজের অন্য গুণের পরিচয় দিলেন শাহিদের অনুজ। শাহিদ কাপুরের ভাই তিনি। তাই নৃত্যে পারদর্শী হওয়াই স্বাভাবিক। স্বাভাবিক সেই ছন্দেই অস্বাভাবিক কাজটি করে ফেললেন ইশান। নাচে প্রভু দেবাকেও টক্কর দিলেন তিনি। ‘বিয়ন্ড দ্য ক্লাউড’-এর সৌজন্যেই ফিরিয়ে আনা হল প্রভু দেবার বিখ্যাত ‘মুকাবলা’ গান। তাতেই ভারতীয় মাইকেল জ্যাকসনের তালে তাল মেলালেন ইশান। ছবির নতুন এই প্রোমো বেশ সাড়া ফেলেছে।

Advertisement

[এ কেমন পোশাক পরেছেন! নেটিজেনদের প্রশ্নের মুখে সোনাক্ষী]

Advertisement

যে ভারত ম্যাগাজিনের প্রচ্ছদে কিংবা বিদেশি পর্যটকের ক্যামেরায় উঠে আসে না, যে ভারত লুকিয়ে থাকে বস্তির অন্ধকার গলিতে, জেলের গারদের ওপারে, সভ্যতার অন্তরালে থাকা সে ভারতের কাহিনি তুলে ধরলেন বিদেশি পরিচালক। ছবিতে ইশান ছাড়াও রয়েছেন দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহানন। মালবিকার এই চরিত্রের জন্যই অডিশন দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু দীপিকাকে বাতিল করে দেন পরিচালক। দীপিকা অবশ্যই ভাল অভিনেত্রী। তা নিয়ে অবশ্য সংশয় ছিল না মাজিদিরও। তবে বলিউডের ‘পদ্মাবতী’ বেশ চেনা মুখ। নিজের ছবির জন্য পরিচিত মুখ নয়, বরং ভাল অভিনেতা-অভিনেত্রী খুঁজছিলেন পরিচালক। এমন কাস্ট, যা পর্দাকে ছাপিয়ে বাস্তব হিসেবে মানুষের মনের ভিতরে ঢুকে যাবে। মেঘের ওপারে থেকেও দর্শকদের ছবি নিয়ে ভাবতে বাধ্য করবে। ছবিতে বাঙালি দর্শকদের জন্যও রয়েছে একটি বাড়তি পাওনা। অভিনেতা গৌতম ঘোষ। এপ্রিল মাসের ২০ তারিখই মুক্তি পাবে ইশানের এই ছবি। হিট কতখানি হবে তা সময়সাপেক্ষ প্রশ্ন। তবে অভিনয়ে অবশ্যই নজর কাড়বেন ইশান-মালবিকারা।

[‘জিরো’র সেটে বাঙালি বধূর সাজে ক্যাটরিনা, ভাইরাল ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ