Advertisement
Advertisement

Breaking News

মোমবাতির আলোয় জাগবেন ‘ওয়াচম্যান’? প্রশ্ন তুলে আসিফার জন্য পথে রাহুল

দোষীদের শাস্তির দাবিতে উত্তাল গোটা দেশ৷

Kathua rape: Rahul Gandhi taunts PM Narendra Modi in candle march
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2018 9:09 am
  • Updated:January 10, 2019 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ৷ সোশ্যাল মিডিয়ায় উঠছিল প্রতিবাদের ঢেউ৷ রাজনৈতিক ব্যক্তিত্বরা একে একে সরব হচ্ছিলেন৷ মুখ খুলছিলেন সিনেমা ও খেলার জগতের বিশিষ্টরাও৷ এবার কাঠুয়ায় ধর্ষিতা ও নিহত আট বছরের আসিফার জন্য পথে নামলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মধ্যরাতে ইন্ডিয়া গেটের সামনে হল মোমবাতি মিছিল৷

[  আসিফার ধর্ষক ও খুনিদের শাস্তির দাবিতে সরব গোটা দেশ, পাশে কেন্দ্রও ]

Advertisement

উপজাতি সংঘর্ষ কী জিনিস, জানত না ছোট্ট মেয়েটা৷ জল-জঙ্গল-জমির দখল নিতে মানুষ যে কী করতে পারে তাও তার কল্পনার বাইরে৷ সে শুধু তার ঘোড়াটি আনতে বাইরে বেরিয়েছিল৷ আর ঘরে ফেরেনি৷ বলা ভাল, ফিরতে দেওয়া হয়নি৷ কেননা তাকে তুলে নিয়ে গিয়েছিল এমন কিছু লোক, যারা বাখারওয়ালদের তীব্র ঘেন্না করে৷ যে উপজাতি সম্প্রদায়ের মেয়ে আসিফা৷ কেন তাদের জমিতে ঘাঁটি গেড়েছে বাখরওয়ালরা, এই নিয়ে বিবাদ৷ উৎখাতের রাজনীতিতে ধর্মও মিশেছে৷ তবে বাখরওয়ালদের শিরদাঁড়ায় ভয়ের স্রোত নামিয়ে দিতেই ওই সম্প্রদায়ের আট বছরের বাচ্চাকে দিনের পর দিন গণধর্ষণ করে খুন করা হয়েছে৷ প্রায় মাস তিন পর সে ঘটনা সামনে এসেছে গোটা দেশের৷ নির্ভয়া কাণ্ডের কয়েক বছর পরেই৷ গোটা দেশই এই নৃশংসতায় রীতিমতো স্তম্ভিত৷ মানুষ যে কত নিষ্ঠুর হতে পারে, তাই-ই ভেবে পাচ্ছেন দেশবাসী৷ তার থেকেও বড় কথা, ধর্ষকদের সমর্থন জুগিয়েছে বিজেপিরই দুই মন্ত্রী৷ ধর্মের নামে মঞ্চ তৈরি করে আড়াল করা হয়েছে অভিযুক্তদের৷ এরই প্রতিবাদে পথে নামলেন রাহুল৷

Advertisement

DaoHAjuXkAAX8ZS

ইন্ডিয়া গেটের সামনে রাহুলের এই মোমবাতি মিছিলে ছিলেন প্রিয়াঙ্কাও৷ শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল৷ যদিও একটা সময় বেশ গণ্ডগোল দেখা দেয় মিছিলের মধ্যে৷ একটা সময় পথে বসে পড়েন প্রিয়াঙ্কা৷ ক্ষুব্ধ প্রিয়াঙ্কা বলেন, যাঁরা ধাক্কাধাক্কি করতে এসেছেন তাঁরা ফিরে যান৷

 

পরে রাহুল জানান, জম্মু হোক বা উন্নাও দেশের বিভিন্ন প্রান্তে মহিলা নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে৷ বাচ্চা বা মহিলাদের ধর্ষিতা হতে হচ্ছে৷ এটা তো কোনও রাজনৈতিক বিষয় নয়৷ আমি চাই সরকার প্রতি ক্ষেত্রে সঠিক ব্যবস্থা নিক৷ একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে দেশের পাহারাদার হিসেবে দাবি করেছিলেন৷ টিপ্পনি কেটে রাহুল বলেন, সেই পাহারাদারকে জাগানোর চেষ্টা করছি৷

মধ্যরাতে রাহুলের মিছিলে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ৷ সকলেরই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ