Advertisement
Advertisement

প্রস্রাব করে ফেলায় রোগীকে স্ট্রেচার-সহ অ্যাম্বুল্যান্সের বাইরে ফেলল চালক

শিউরে ওঠার মতো সেই ভিডিও দেখুন।

Kerala: ambulance driver’s apathy kills accident victim
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2018 10:58 am
  • Updated:July 23, 2019 2:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক স্ট্রেচারে প্রস্রাব করে ফেলেছিলেন রোগী। তাই অ্যাম্বুল্যান্স থেকে স্ট্রেচার-সহ রোগীকে ফেলে রাখল চালক। ফিরেও দেখল না তাঁর অবস্থা। স্ট্রেচারের অর্ধেকটা রইল অ্যাম্বুল্যান্সে, বাকিটা বাইরে। এহেন পরিস্থিতিতে একপ্রকার ঝুলন্ত অবস্থায় রইল রোগী। মাথার দিকটা রইল রাস্তায়। পায়ের দিকটা অ্যাম্বুল্যান্সের মধ্যে। এভাবেই অবিবেচক অ্যাম্বুল্যান্স চালকের দায়িত্বজ্ঞানহীনতায় পড়ে রইল রোগী। যতক্ষণ না হাসপাতালের দুই কর্মী এসে রোগীকে হুইলচেয়ারে করে ভেতর নিয়ে গেল, ততক্ষণ নড়লও না চালক। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে ওই রোগীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমের ত্রিশূর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে।

[চোখের মণি, আঙুলের ছাপের পরে আধারে এবার মুখের ছবি]

চালক যখন গুরুতর আহত রোগীকে স্ট্রেচার-সহ অর্ধেকটা অ্যাম্বুল্যান্সের বাইরে বের করে দেয়, তখনই প্রতক্ষদর্শীরা তা ক্যামেরাবন্দি করে। দীর্ঘক্ষণ ওভাবেই পড়েছিলেন ওই  রোগী। গোটা ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই তা ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালককে চিহ্নিত করা গিয়েছে। চালকের বিরুদ্ধে রোগীর জীবন বিপন্ন করার অভিযোগ দায়ের হয়েছে। চালক পলাতক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

জানা গিয়েছে, গত ২০ তারিখে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। তাঁর মাথায় বড়সড় চোট লাগে। তড়িঘড়ি তাঁকে দুর্ঘটনাস্থল লাগোয়া পালাক্কাদ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে ত্রিশূর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির সঙ্গে তাঁর আত্মীয়রা কেউ ছিল না। তাই পালাক্কাড হাসপাতালের দুই কর্মীই অ্যাম্বুল্যান্সে তুলে তাঁকে ত্রিশূরে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালে পৌঁছে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করতে দুজনেই ভিতরে চলে যান। রোগী থেকে যায় অ্যাম্বুল্যান্স চালকের জিম্বায়। এমতাবস্থায় অসুস্থতার জেরে স্ট্রেচারে প্রস্রাব  করে ফেলে রোগী। এরপরই স্ট্রেচার-সহ রোগীর শরীরের অর্ধেকটা অ্যাম্বুল্যান্সের বাইরে নামিয়ে দেয় চালক। মাথার দিকটা নেমে গেলেও পায়ের দিকটা গাড়িতেই থেকে যায়। এরপর হাসপাতালের কর্মীরা হুইলচেয়ারে করে ওই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অস্ত্রোপচারের পরেই মৃত্যু হয় রোগীর। এদিকে ভিডিও ভাইরাল হওয়ায় ততক্ষণে ছিছিক্কার পড়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করতে উঠেপড়ে লেগেছে পুলিশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ক্যামেরাবন্দি দৃশ্যটি ইউটিউবে আপলোড করেছে। দেখে নিন সেই ভিডিও।

Advertisement

[খুদে পড়ুয়াদের দিয়ে স্কুলের নর্দমা পরিষ্কার করাল কর্তৃপক্ষ! ভিডিও ভাইরাল]

ভিডিও সৌজন্য :  মথুরাভূমি নিউজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ