Advertisement
Advertisement

Breaking News

ল্যাবরেটরির কঙ্কাল এখানে হেঁটে বেড়ায় রোজ রাতে!

শোনা যায় আজও রাতের বেলায় তারাপুরী বিল্ডিংয়ের সামনে ঘুরে বেড়ায় সেই কঙ্কালগুলি৷

Khairatabad Science College, Hyderabad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 5:36 pm
  • Updated:July 9, 2016 9:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক শহর হায়দরাবাদ| বহু ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায় এই শহরে৷ এখানে ইতিহারের বহু অজানা তথ্য রয়ে গিয়েছে অজানা৷ আর ইতিহাসকে অন্য কী নামে জানি আমরা? ভূত!
যেখানে রয়েছে অজানা ইতিহাসের সমাহার, অচেনা রহস্য, সেখানে অশরীরীর দেখা না মেলা যেন অবাক করা ব্যাপার৷ এমনই জীবন ও মৃত্যুর মধ্যবর্তী একটি সেতু হল হায়দরাবাদের খয়রতাবাদ সায়েন্স কলেজ৷ হায়দরাবাদের প্রাচীন তারাপুরী বিল্ডিং আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ কিন্তু একসময় সেখানেই ছাত্রদের নিয়মিত যাতাযাত ছিল৷ কারণ সেই বিল্ডিংয়েই কলেজ ছিল৷ বিজ্ঞানের ক্লাস চলত৷ ছিল ল্যাবরেটরিও৷ খয়রতাবাদ ব্রিজের পাশে অবস্থিত এই কলেজ আজ বহুকাল হল বন্ধ হয়ে গিয়েছে৷ এখন আর সেখানে কেউ আসে না৷ লেখাপড়ার প্রয়োজন না মেতে ছাত্রদেরও দেখা মেলে না কলেজের ক্লাসরাম কিংবা ল্যাবে৷
শোনা যায়, তারাপুরী বিল্ডিংয়ে ক্লাস বন্ধ হয়ে যাওয়ার পরও ল্যাবগুলি আগেরমতোই থেকে গিয়েছিল৷ থেকে গিয়েছিল বায়োলজি ল্যাবের কঙ্কালগুলিও৷ সেগুলিকে সেখান থেকে সরিয়ে ফেলার কোনও ব্যবস্থাও করা হয়নি৷ সৎকারও করা হয়নি সেই কঙ্কালগুলির৷
এটাই কী তবে অশরীরীর উৎপাতের মূল কারণ?
শোনা যায় আজও রাতের বেলায় তারাপুরী বিল্ডিংয়ের সামনে ঘুরে বেড়ায় সেই কঙ্কালগুলি৷ প্রথমটায় সবকিছুকেই ঠাট্টা মনে করা হয়েছিল৷ কিন্তু পড়ে ভূতের আতঙ্কে ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় স্থানীয় লোকজন৷ তাঁদের দাবি কঙ্কালের দেখা মেলে ওই পথ দিয়ে গেলে৷ শোনা যায় অদ্ভুত সব আওয়াজ৷
এমন কথা রটতে থাকলে সরকারের পক্ষ থেকে ওই বিল্ডিংয়ে নজরদারির জন্য একজন পাহারাদার নিয়োগ করা হয়৷ এরপর বেশকিছুদিন সব ঠিকই ছিল৷ কিন্তু অসরিরীরা তাদের অস্তিত্ব আবারও প্রমাণ করল৷ কয়েকদিন পর পাহারাদার আচমকাই মারা যান৷ সবচেয়ে অবাক করা ব্যাপার কী জানেন? সেই পাহারাদারের মৃত্যুর কারণ চিকিৎসকরা বলতে পারেননি৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ