Advertisement
Advertisement

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সাময়িক স্বস্তি মিললেও তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই।

Kolkata likely to witness thunderstorm
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2018 12:44 pm
  • Updated:July 23, 2019 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারও কলকাতা, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় রবিবারের মতোই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। বিকেলের দিকে ফের বৃষ্টি হতে পারে ভেবে আগাম সতর্কতা নিয়ে বেরনোই ভাল। সঙ্গে ছাতা নিয়ে বেরিয়েছেন নিত্যযাত্রীরা। রবিবার অনেকেরই অফিস ছুটি থাকায় রাতে ট্রেন থমকে গেলেও খুব একটা সমস্যা হয়নি। কিন্তু সোমবার কর্মব্যস্ত দিন। আজ বিকেলে ঝড়-বৃষ্টি হলে যদি ট্রেন দাঁড়িয়ে যায় তাহলে কী হবে, ভেবেই আতঙ্কে নিত্যযাত্রীরা। আজ বিকেলে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। তবে এই ঝড়কে কালবৈশাখী বলা যাবে না।

[রাম নবমীর মিছিলে হিন্দুদের জন্য সরবতের গ্লাস হাতে এগিয়ে এলেন ইয়াসিররা]

রবিবার রাতে কলকাতার কয়েকটি জায়গা-সহ দক্ষিণবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোকুলচন্দ্র দাসের কথায়, ‘রবিবার রাতে কলকাতা ও সন্নিহিত এলাকায় বৃষ্টির সম্ভাবনা আগেই জানানো হয়েছিল। দক্ষিণবঙ্গের আকাশে মার্চ-এপ্রিল মাসে এমন বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টি অস্বাভাবিক নয়। তবে এই ঘটনাকে এখনই কালবৈশাখী বলা যাবে না।’ আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য, উত্তরবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এ ছাড়াও মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল আগেই। তার জেরেই রবিবার রাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রগর্ভ মেঘ সহকারে জোরে হাওয়া বয়ে গিয়েছে।

Advertisement

তবে উত্তরবঙ্গে এমন কোনও ঘটনা হয়নি। আবহাওয়াবিদদের বক্তব্য, ঝোড়ো হাওয়া কতটা এলাকা জুড়ে হয় অথবা হাওয়ার গতিবেগ কেমন তার উপরই নির্ভর করে কালবৈশাখী। ঝড়-বৃষ্টির জন্য বর্ধমান, কাটোয়া-সহ বিভিন্ন সেকশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দেরিতে চলেছে রাজধানীও। এতো গেল আবহাওয়া বিজ্ঞানীদের ব্যাখ্যা। তবে দিনভর গরমের পর সন্ধ্যায় এমন বজ্রগর্ভ বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়ায় খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞদের মতে, শুধু সোমবারই নয়, আগামী কয়েকদিন এমনটাই চলতে পারে। তবে গোটাটাই নির্ভর করছে প্রকৃতির খেয়ালের উপর। আজ সোমবারও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Advertisement

[ডানলপের জ্যাম কাটাতে উদ্যোগী রাজ্য, কামারহাটিতে নয়া বাস টার্মিনাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ