Advertisement
Advertisement

Breaking News

পারিবারিক অশান্তির জেরে অবসাদ, ৮ মাসের শিশুকন্যাকে নিয়েই আত্মঘাতী মা

বধূর এই সিদ্ধান্তে হতবাক প্রতিবেশীরাও।

Mother commits suicide with minor daughter in Bolpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2018 3:27 pm
  • Updated:October 27, 2018 5:15 pm

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: পারিবারিক অশান্তি যে কী তা জানত না আট মাসের খুদেটি। অথচ তার বলি হতে হল তাকেও। বাড়িতে অশান্তি-ঝামেলার জেরে শিশুকন্যাকে নিয়েই আত্মঘাতী হলেন এক মহিলা। মৃতার নাম সোমা হাজরা। তাঁর একরত্তি কন্যার নাম আলিশা।

[  আইপিএলে বাজি ধরে সর্বস্বান্ত, ঋণ মেটাতে না পেরে আত্মঘাতী যুবক ]

Advertisement

জানা যাচ্ছে, পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সোমা। তার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান। তাঁর মেয়ের নাম আলিশা। বয়স মোটে আটমাস। একরত্তির অবশ্য এসব বোঝার বয়সই নয়। তবু অশান্তির মাশুল দিতে হল তাকেও। শিশুকন্যাকে সঙ্গে নিয়েই আত্মঘাতী মা। বছর দেড়েক আগে বিয়ে হয় সোমার। তিনি বোলপুর থানার নতুন পুকুরের বাসিন্দা ছিলেন। পাত্র বোলপুরের সুরশ্রীপল্লির বাসিন্দা সৌরভ হাজরা। প্রতিবেশীদের মতে, বিয়ের পর থেকে সেরকম বড় কোনও অশান্তি হতে দেখা যায়নি। আপাতভাবে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তাঁরা। মাস আষ্টেক আগে জন্ম হয় তাঁদের শিশুকন্যা আলিশার। কিন্তু কোনও কারণে দাম্পত্যে ছন্দপতন ঘটেছিল।

Advertisement

 টানা ৪ দিন বন্ধ ব্যাংক, শুক্রবারের মধ্যেই সেরে রাখুন কাজকর্ম ]

বৃহস্পতিবার হাসপাতালের নাইট শিফটে কাজ ছিল সৌরভের। সন্ধ্যা ৭.৩০টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরই সোমা তার মেয়ে আলিশাকে নিয়ে সিলিং ফ্যানে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন।তবে ঠিক কেন সোমা এ কাজ করলেন তা কারও কাছেই স্পষ্ট নয়। দাম্পত্যে অশান্তি থাকতেই পারে। কিন্তু ঠিক কেন এতবড় সিদ্ধান্ত তিনি নিলেন তা বুঝে উঠতে পারছেন না বাড়ির অন্য সদস্যরাও। পাড়া প্রতিবেশীরাও এ ঘটনায় তাজ্জব। বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য আপাতত মৃতদেহ দুটি আনা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।  কেন এইভাবে আত্মহননের পথ বেছে নিলেন সোমা তা খতিয়ে দেখা হচ্ছে।

[  সাগর ঘোষ হত্যা মামলায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ