Advertisement
Advertisement

‘মাই নেম ইজ মোদি, মার্কিন সংস্থাকে তথ্য পাচার করি আমি!’ প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

মোদি অ্যাপ থেকে তথ্য চুরির অভিযোগে সরব কংগ্রেস সভাপতি।

My name is Narendra Modi, I give your data to American companies, tweets Rahul Gandhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2018 6:51 pm
  • Updated:July 25, 2019 3:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথ্য চুরির অভিযোগে গোটা দেশ যখন উত্তাল, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্য বাক্যবাণে বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘মাই নেম ইজ খান’-এর জনপ্রিয় ডায়লগ, ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’-এর আদলে মোদিকে কটাক্ষ করেন রাহুল। টুইটে লেখেন, ‘মাই নেম ইজ মোদি। আপনারা যখন আমার অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করবেন, আমি আপনাদের সমস্ত তথ্য মার্কিন সংস্থাকে পাচার করব।’

[ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থাকে পাচার করছে ‘মোদি অ্যাপ’!]

শুধু মোদিই নয়, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের নাম না করে তাদেরও একহাত নিয়েছেন রাহুল। মোদির প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে এক শ্রেণির মিডিয়া তথ্য চুরির খবরটি চেপে যাচ্ছে বলে ও টুইটারে সরব হয়েছেন মোদি। রাহুলের অভিযোগের সূত্রপাত ফ্রান্সের হ্যাকার ইলিয়ট অ্যাল্ডারসনের একটি দাবিকে কেন্দ্র করে। শনিবার, ওই হ্যাকার একের পর এক টুইট করে দাবি করতে থাকেন, ‘নরেন্দ্র মোদি’ অ্যান্ড্রয়েড অ্যাপ গ্রাহকদের তথ্য অনৈতিক ভাবে একটি মার্কিন সংস্থাকে পাচার করছে। অথচ, যে মার্কিন সংস্থার কাছে তথ্যগুলি যাচ্ছে সেটি একটি ভুয়ো সংস্থা। হ্যাকার দাবি করেন, ভারতীয়দের এক্ষেত্রে সতর্ক হওয়া উচিত।

অ্যাল্ডারসনের আরও দাবি, এই ডোমেইনটিকে মার্কিন সংস্থা ‘জি ডেটা’ একটি ‘ফিশিং লিঙ্ক’ হিসাবে রেখেছে। ওয়েবসাইটের মালিক ‘গোড্যাডি’। তবে তার আদত পরিচয় গোপন রাখা হয়েছে। কেন ওই ডোমেইনের পরিচয় গোপন রেখেছে ‘ক্লেভার ট্যাপ’, প্রশ্ন অ্যান্ডারসনের। চলতি বছরের গোড়ায় অন্য একটি অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অ্যাল্ডারসনের অভিযোগ ছিল, গ্রাহকদের ক্লিপবোর্ড ডেটা ‘ওয়ানপ্লাস’ সংস্থা একটি চিনা সার্ভারে পাচার করে দিচ্ছে। তাঁর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই দেশ জুড়ে ফের হই হই পড়ে গিয়েছে। কংগ্রেস সভাপতি এই অভিযোগকে হাতিয়ার করতে দেরি করেননি। সঙ্গে সঙ্গে আক্রমণ করেছেন মোদিকে। রাহুলের এই অভিযোগের কী জবাব দেয় বিজেপি, এখন সেটাই দেখার।

[মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কীভাবে ভোটার টানা হয় জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ