Advertisement
Advertisement

রাজপুত ইতিহাসকে অসম্মান করেছেন জাভেদ আখতার, অভিযোগ দায়ের কর্ণি সেনার

কী বলেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার?

Padmavati Row: Karni Sena alleged Javed Akhtar has insulted the Rajputs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2017 5:56 am
  • Updated:September 23, 2019 11:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পদ্মাবতী‘র মুক্তি আটকাতে আদাজল খেয়ে আসরে নেমেছে স্বঘোষিত হিন্দু সংগঠন কর্ণি সেনা৷ আর এবার তাঁদের রোষের মুখে পড়লেন প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার৷ তাঁর বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগ তুলল রাজপুত সংগঠনটি৷ এমনকী গীতিকারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷

দেশ জুড়ে ‘পদ্মাবতী‘ মুক্তির প্রতিবাদে শামিল একাধিক হিন্দু সংগঠন৷ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সঞ্জয় লীলা বনশালির ছবির মুক্তি রুখতে তৎপর রাজস্থান, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির প্রশাসনও৷ যদিও বলিউডের অধিকাংশ তারকাই ছবি ও ছবির তারকাদের পাশে দাঁড়িয়েছেন৷ দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি, ছবির পোস্টার পোড়ানো, এসবের বিরুদ্ধে সরব হন জাভেদ আখতারও৷ লখনউয়ে এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ‘পদ্মাবতী’র সমর্থনে সুর চড়ান তিনি৷ তাঁর প্রশ্ন, রাজপুত শাসকরা কেন ২০০ বছর ধরে ইংরেজদের কাছে মাথা নত করেছিলেন? কেন কখনও তাদের বিরুদ্ধে লড়াই করেননি তাঁরা? লেখকের এই মন্তব্যেই ক্ষুব্ধ কর্ণি সেনা৷ তাঁদের অভিযোগ, এমন কথা বলে রাজপুতদের ইতিহাসকে অসম্মান করেছেন তিনি৷

Advertisement

[নেটদুনিয়ায় ভাইরাল মোদির ‘চাওয়ালা’ মিম, সরব হয়েও পিছু হটলেন পরেশ]

এরপরই রাজপুত সম্প্রদায়কে অপমানজনক মন্তব্যের অভিযোগ তুলে জাভেদ আখতারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কর্ণি সেনার সদস্যরা৷ এই মামলায় তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও জরিমানার দাবিও জানিয়েছেন তাঁরা৷ যে মহীপাল সিং মরকানা ‘পদ্মাবতী’ ওরফে নায়িকা দীপিকার নাট কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনিই এবার জানিয়ে দিলেন, রাজস্থানে আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না জাভেদ আখতারকে৷

Advertisement

শুধু জাভেদ আখতারই নন, এর আগে ‘পদ্মাবতী’র সমর্থনে একই সুর শোনা গিয়েছিল তাঁর স্ত্রী তথা অভিনেত্রী শাবানা আজমি এবং ছেলে ফারহান আখতারের গলাতেও৷ ভারতীয় সংস্কৃতিকে ক্ষুণ্ন করা হচ্ছে বলে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বয়কটের ডাক দিয়েছিলেন শাবানা৷ ছেলে ফারহান বলেছিলেন, বলিউডে ঐক্যের অভাব রয়েছে৷ সেই কারণেই বাইরের জগৎ এভাবে থাবা বসানোর সুযোগ পেয়ে যায়৷

[IFFI-র মঞ্চে রাজকুমারের রসিকতা, অভিনেতাকে ‘সহিষ্ণুতা’র পাঠ স্মৃতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ