Advertisement
Advertisement

‘ইন্ডিয়া’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি

এই কারণেই কি প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়?

PM extends b'day wish to Jonty Rhodes daughter India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2017 5:58 am
  • Updated:October 7, 2019 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে দক্ষিণ আফ্রিকার বাসিন্দা৷ কিন্তু ক্রিকেটের সৌজন্যে বহুদিন ধরেই ভারতে আনাগোনা৷ এত বৈচিত্র এই দেশে তাও সবাই একসূত্রে জড়িত৷ এখানে ঐতিহ্যের উপর আস্থা রয়েছে৷ রয়েছে ভবিষ্যতের উপর বিশ্বাস৷ সেই কারণেই ভারতকে এতটা ভালবেসে ফেলেছেন জন্টি রোডস৷ এই দেশকে ভালবেসেই নিজের মেয়ের নাম রেখেছিলেন ‘ইন্ডিয়া’৷ রবিবারই ছিল তাঁর প্রিয় ‘ইন্ডিয়া’র জন্মদিন৷ মেয়ের সঙ্গে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন জন্টি৷

[8৫-এ পা শচীনের, জন্মদিনে রইল মাস্টার ব্লাস্টারের কিছু অজানা তথ্য]

Advertisement

তবে মেয়ের জন্মদিনের পোস্টে এই প্রতিক্রিয়াটি পাবেন, তা বোধহয় তিনি প্রত্যাশাই করেননি৷ কারণ তাঁর প্রিয় ‘ইন্ডিয়া’র জন্য শুভেচ্ছাবার্তা লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ‘ইন্ডিয়া’কে ইন্ডিয়ার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷

[দুর্ঘটনার কবলে হিরণের গাড়ি, রক্ষা পেলেন অভিনেতা]

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী৷ এর জন্য সুনামও রয়েছে তাঁর৷ ইতিমধ্যেই বিশ্বের তাবড় তাবড় সব নেতাকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে জনপ্রিয়তম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সম্প্রতি বার্সন-মারস্টেলার নামের সংস্থার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷ একই সংস্থা গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল, বিশ্বনেতাদের মধ্যে মোদিকেই সবচেয়ে বেশি মানুষ ফেসবুকে ‘ফলো’ করেন৷ কেন? তা ভারতীয় প্রধানমন্ত্রী মোদির এই সাম্প্রতিক সৌজন্যবোধেই স্পষ্ট৷

[চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ