Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে দুই প্রান্তে পথ দুর্ঘটনায় মৃত এক শিশু-সহ ২

বাসন্তীতে লরির বেপরোয়া গতির বলি দুধের শিশু।

Separate accidents leave 2 dead in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 28, 2018 4:46 pm
  • Updated:July 17, 2019 2:35 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্যের দুই জায়গায় লরি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হল। বুধবার সকালে খরস্রোতা তিস্তায় উলটে গেল সিমেন্ট বোঝাই লরি। ঘটনায় মৃত্যু হয় চালকের। এদিনই বেলায় আবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাই রোডে স্কুল পড়ুয়াকে পিষে দেয় লরি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

[মমতার ধমকেই কাজ, ২ লাখ টাকায় চিতা জ্বলল ১৭০০ বেওয়ারিশ লাশের]

Advertisement

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আন্ধেরির কাছে ভালোয়াখানির কাছে তিস্তায় সিমেন্ট বোঝাই গাড়িটি উলটে যায়। জলে ডুবে মৃত্যু হয় গাড়ির চালকের। বরাতজোরে বেঁচে গিয়েছেন দুই খালাসি। জানা গিয়েছে, দশ নম্বর জাতীয় সড়ক দিয়ে সিকিম নম্বরের (০১­ডি—১৩৬১) এই লরিটি শিলিগুড়ি থেকে সিকিমের দিকে যাচ্ছিল। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একশো ফুট নিচে তিস্তায় পড়ে যায় লরিটি। চালক নীতেশ সুনদাস ঘটনাস্থলেই মারা যান। দুই খালাসিকে উদ্ধার করে রংপো হাসপাতালে পাঠানো হয়েছে। কালিম্পংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ বলেন, “লরিতে সিমেন্ট ছিল। সব জলে ডুবে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। গাড়িটিকে তোলা হয়েছে।”

Advertisement

[পাত্রীর বাড়ির লোকের জন্য পান কিনতে গিয়ে দুর্ঘটনা, প্রাণ হারালেন যুবক]

এদিকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইরোডে প্রথম শ্রেণির এক স্কুল পড়ুয়াকে পিষে দেয় লরি। মৃত শিশুর নাম আনিসুর লস্কর। অভিযোগ, এদিন বাসন্তী হাই রোড ধরে একটি লরি দ্রুতগতিতে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময়ই রাস্তা পার হচ্ছিল আনিসুর। তাকে পিষে দিয়ে পালিয়ে যায় লরিটি। এরই পিছনে আসছিল একটি কলকাতাগামী বাস। স্থানীয়রা এই ঘটনার  পরেই সেই বাস দাঁড় করিয়ে তাতে ভাঙচুর শুরু করে। ভাঙচুর করা হয় বেশ কিছু অটোতেও। পরে বাসন্তী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক লরির চালককে আটক করা হয়েছে বলে খবর।

(ছবি তিস্তার দুর্ঘটনার)

[ট্রাই সাইকেলে বসেই প্রতিবন্ধীদের জীবনযুদ্ধে উদ্বুদ্ধ করছেন প্রিয় ‘রবীনদা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ