Advertisement
Advertisement

Breaking News

সপ্তাহের শুরুতেই মেট্রোয় বিভ্রাট, চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা

নেতাজি মেট্রো স্টেশনেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

Snag hits Kolkata Metro, services disrupted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2018 11:08 am
  • Updated:July 23, 2019 2:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট। চূড়ান্ত নাকাল যাত্রীরা। সোমবার সকাল ১০টা নাগাদ কবি সুভাষ থেকে টলিগঞ্জ স্টেশনের মাঝে বিকল হয়ে যায় একটি মেট্রো রেক। ফলে বিঘ্নিত হয় পরিষেবা।

[সুখবর! পুজোর আগেই চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা]

Advertisement

জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের জন্য বিকল হয়ে যায় মেট্রোর রেকটি। নেতাজি মেট্রো স্টেশনেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। এই ঘটনার জেরে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তবে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা স্বাভাবিকই রয়েছে। মেট্রো সূত্রে খবর, ইতিমধ্যে বিকল রেকটিকে সারিয়ে তোলার কাজ চলছে। তবে ঠিক কতক্ষণ পর পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি। সপ্তাহের শুরুতেই এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে যাত্রী পরিষেবা। অফিস টাইমে রেক বিকল হওয়ায় চূড়ান্ত সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। টালিগঞ্জ স্টেশনে রীতিমতো উপচে পড়া ভিড়।

Advertisement

বারবার বিভ্রাটে প্রশ্ন উঠছে, দিনের ব্যস্ততম সময়ে কেন বারবার থমকে যাচ্ছে মেট্রো? সপ্তাহের শুরুতেই কাজের দিনে ব্যস্ততম মুহূর্তে মেট্রো বিকল হয়ে পড়ায় চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা। সাধারণত এই সময় অধিকাংশ যাত্রীই অফিসে ঢোকেন। মেট্রো সময়মতো না চললে অফিসে হাজিরার খাতায় লালকালি পড়তে বাধ্য৷ অনেক যাত্রীই তাই এদিন রীতিমত ক্ষুব্ধ। অনেকেই অভিযোগ জানাচ্ছেন, মেট্রো সম্প্রসারণ করলেও, রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এমনকী, যাত্রী সুরক্ষা নিয়েও বিন্দুমাত্র মাথাব্যথা নেই কর্তৃপক্ষের৷ কয়েকদিন আগেই খোলা দরজা নিয়ে ছুটেছিল মেট্রো। মাঝপথে থমকে দাঁড়িয়েছিল রেক। এমনকি ময়দান স্টেশনেও লাইন থেকে নেমে যায় একটি রেক।

[গভীর রাত পর্যন্ত চূড়ান্ত নাকাল যাত্রীরা, কর্মীদেরই গাফিলতিতেই মেট্রো সমস্যা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ