Advertisement
Advertisement

Breaking News

চিন-পাকিস্তানকে মাত দিলেন মোদি, গ্রিন করিডর গড়বে ভারত-রাশিয়া

পাকিস্তানে নির্মীয়মাণ চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের পাল্টা এই প্রকল্প শুরু করছে ভারত৷

To counter China-Pak nexus, India mulls green corridor with Russia

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2017 11:14 am
  • Updated:December 16, 2019 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পকে মাত দিতে পাল্টা ‘মাস্টারস্ট্রোক’ খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার রাশিয়া ও ভারতের মধ্যে একইরকম গ্রিন করিডর তৈরি করতে চলেছে ভারত৷ চলতি মাসেই এই প্রকল্পে সবুজ সঙ্কেত মিলতে পারে৷ ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করতে চলেছে দুই দেশের সরকার৷

[গিলগিট-বাল্টিস্তান ভারতেরই অঙ্গ, মোদির দাবিতে সিলমোহর ব্রিটিশ পার্লামেন্টের]

চিনের আর্থিক সাহায্যে পাকিস্তানে নির্মীয়মাণ চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের পাল্টা এই প্রকল্প শুরু করছে ভারত৷ ভারত আগাগোড়াই চিন-পাক অর্থনৈতিক করিডরের বিরোধী। গিলগিট-বাল্টিস্তানের মধ্যে দিয়ে ওই করিডর তৈরি হওয়ায় ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত নেমে আসবে বলে সরব হয় কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। পাক-চিন সড়ক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি, চিনের কাশগড় থেকে সড়ক মারফত বিপুল চিনা পণ্য, সামরিক সরঞ্জাম, সেনাবাহিনী, সাঁজোয়া গাড়ি অতি দ্রুত নিয়ে আসার কাজ সহজ ও দ্রুততর হবে চিনের পক্ষে৷ একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় সামরিক কৌশলগত অবস্থান পোক্ত হবে চিনের৷ ওই প্রকল্পকে পাল্টা মাত দিতে এবার দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার হাত ধরল ভারত৷

Advertisement

ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডর’ বা INSTC-র মাধ্যমে ভারত ও রাশিয়া পরস্পরের সঙ্গে সড়কপথে যুক্ত হবে৷ যুক্ত থাকবে ইউরোপ ও ইরানও৷ এর ফলে ভারত থেকে ইউরেশিয়া ও বিদেশ থেকে ভারতে পণ্য পরিবহণে বিশেষ সুবিধা হবে৷ কেন্দ্রের কোষাগারে আসবে বাড়তি অর্থ৷ অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সাজ-সরঞ্জাম আমদানিতেও বিশেষ সুবিধা হবে৷ কমবে খরচ৷ ইউরোপের বিশাল বাজারে ভারতীয় পণ্য পৌঁছে দেওয়া যাবে আরও কম সময় ও খরচে৷

Advertisement

এই প্রকল্পের জন্য দ্রুতই রাশিয়া সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আস্ত্রাখানে হবে ওই সড়কের এন্ট্রি পয়েন্ট৷ জুন মাসে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে যেতে পারেন প্রধানমন্ত্রী৷ আগামী ১৩ এপ্রিল ভারত ও রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হবে৷ সূত্রের খবর, মূলত এই ঐতিহাসিক বন্ধুত্বকে স্মরণীয় করে রাখতে ৭২০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের পরিকল্পনা করা হচ্ছে৷ রেল, রাস্তা ও জলপথে এই সড়ক যুক্ত হবে৷ রাশিয়া, ইরান, মধ্য এশিয়া, ভারত ও ইউরোপ যুক্ত হবে৷

[বালুচিস্তানকে স্বাধীন করবে ভারত, পাকিস্তানকে হুঁশিয়ারি বালোচ সংগ্রামীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ