Advertisement
Advertisement

জটিল অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল আসানসোলের জখম ডিসি

পুলিশ আধিকারিককে দেখতে দুর্গাপুরের হাসপাতালে কলকাতার চিকিৎসক দল।

Top cop injured in Raniganj stable, responding: Doctors
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 29, 2018 9:33 am
  • Updated:July 17, 2019 2:03 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গোষ্ঠী সংঘর্ষে জখম পুলিশ আধিকারিকের চিকিৎসার পদ্ধতি খতিয়ে দেখে গেলেন কলকাতার সরকারি হাসপাতালের চিকিৎসকদের এক প্রতিনিধিদল। জখম পুলিশ আধিকারিকের চিকিৎসার হাল-হকিকত দেখে কলকাতা থেকে যাওয়া চিকিৎসকদের ওই প্রতিনিধিদল সন্তোষপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। জটিল অস্ত্রোপচারের পর আপাতত অবস্থা স্থিতিশীল রানিগঞ্জে গোষ্ঠী সংঘর্ষে বোমার আঘাতে গুরুতর জখম আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (সদর) অরিন্দম দত্ত চৌধুরির। তাঁর ডান হাতে বোমার আঘাত লাগে। দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

[রানিগঞ্জের ঘা না শুকোতেই গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র আসানসোল]

রাজ্যের নির্দেশে বুধবার আর জি কর হাসপাতাল থেকে প্লাস্টিক সার্জন রূপায়ণ ভট্টাচার্য ও এসএসকেএম হাসপাতালের বিশিষ্ট কার্ডিও থোরাসিক ভ্যাসকুলার সার্জন শান্তনু দত্ত দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে আসেন৷ তাঁরা জখম পুলিশ আধিকারিকের চিকিৎসার ব্যবস্থা খতিয়ে দেখেন। পরে দুই চিকিৎসক জানান, “সরকারের নির্দেশেই আমরা ওঁনার চিকিৎসার বন্দোবস্ত খতিয়ে দেখলাম। এই হাসপাতালে যা পরিকাঠামো আছে বা যে পদ্ধতিতে ওঁনার চিকিৎসা হচ্ছে তা একেবারে সঠিক।” এদিন প্রায় ঘণ্টা দুয়েক এই দুই অতিথি চিকিৎসক ডিসির সঙ্গে কথা বলেন৷ আপাতত ডিসি অরিন্দম দত্ত চৌধুরির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই দাবি করেছেন চিকিৎসকরা।

Advertisement
[অশান্ত রানিগঞ্জে যাচ্ছে কলকাতা পুলিশের বাহিনী, রাজ্যপালকে না যাওয়ার অনুরোধ নবান্নর]

অন্যদিকে, মঙ্গলবারের পর বুধবার ফের দুই গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়ায় আসানসোলে। আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় শহর আসানসোলের দোকানপাট। বন্ধ হয়ে যায় বাস চলাচল। শুধুমাত্র সরকারি কিছু বাসকে রাস্তায় দেখা যায়। কার্যত বনধের চেহারা নেয় গোটা শহর। তবে দিনভর গুজবকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়ায় আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায়। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজনা থামাতে গিয়েই ইটের আঘাতে আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। উপস্থিত রয়েছেন ৪ জন আইজি পদমর্যাদার অফিসার। এলাকায় রুটমার্চ করে পুলিশ।

Advertisement
[রানিগঞ্জের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ