Advertisement
Advertisement

Breaking News

Strike

আগামী মাসে ৩ দিন ‘চাক্কা জ্যামে’র ডাক ট্রাক সংগঠনের, পণ্য পরিবহনে প্রভাবের আশঙ্কা

কী কী দাবিতে এই ধর্মঘট?

Truck unions call for strike three days in september
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 29, 2024 2:48 pm
  • Updated:August 29, 2024 2:48 pm

নন্দন দত্ত, সিউড়ি: সাতদফা দাবিতে আগামী মাসে ৩ দিন চাক্কা জ্যামের সিদ্ধান্ত নিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। পণ্য পরিবহনে সরাসরি এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই তিনদিনের ধর্মঘটকে ইতিমধ্যে চারটি রাজ্য সমর্থন করেছে বলে খবর। 

মহম্মদবাজারের খয়রাকুড়িতে ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে গত অক্টোবর থেকে ওয়েব্রিজ চালু করেছে রাজ্য প্রশাসন। রাস্তায় যাওয়া সব গাড়িকে বাধ্যতামূলকভাবে সেই ওয়েব্রিজের ভিতর দিয়ে যেতে হত। আন্ডারলোড ট্রাককেও পণ‌্য পরিবহণের জন্য খাতায় কলমে ২৩৬ টাকা দিতে হত। জেলা ট্রাক ও টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই আদায়কে অবৈধ দাবি করে গত ১২ আগস্ট থেকে তা বন্ধ করে দেয়। কারণ তঁাদের দাবি, ওই ওয়েব্রিজে ঘুঘু বাসা বেঁধেছে। কিছু ট্রাক চালক বেসরকারি সংস্থার সঙ্গে রফা করে রাতের অন্ধকারে ওভারলোডেড গাড়ি পার করছে। আশপাশের জেলা এমনকী জেলার অন্যত্র এই টোল প্লাজা না থাকায় মার খেতে হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে যাওয়া ট্রাক মালিকদের।

Advertisement

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক! গ্রেপ্তার ৩]

এরই প্রতিবাদে সাত দফা দাবিতে মহম্মদবাজারে জাতীয় সড়কের পাশে টোল প্লাজাকে সামনে রেখে আগামী মাসে তিন দিন রাজ্যজুড়ে ট্রাকের চাক্কা জ্যামের সিদ্ধান্ত নিয়েছেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। সংগঠন জানিয়েছে, তাঁদের এই তিনদিনের ধর্মঘটকে ইতিমধ্যে চারটি রাজ্য সমর্থন করেছে। অল ইন্ডিয়া মোটর অ্যাসোসিয়েশন এবিষয়ে সিদ্ধান্ত জানাবে।

[আরও পড়ুন: তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ষড়যন্ত্রে তিন! সিবিআইয়ের রাডারে কারা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement