Advertisement
Advertisement

Breaking News

কোহলিকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ, নেটিজেনদের রোষে ক্রিকেটার পল হ্যারিস

প্রচুর ক্রিকেট সমর্থক পল হ্যারিস কে, এই প্রশ্নও তুলে দেন!

Virat Kohli behaved like a clown in South Africa: Paul Harris
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2018 11:42 am
  • Updated:August 19, 2019 3:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টিভ স্মিথ বনাম কাগিসো রাবাদা বিতর্কে আচমকাই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে জড়িয়ে ফেললেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার পল হ্যারিস। টুইটারে আশ্চর্যজনক ভাবে লিখে দিলেন যে, কোহলি গত দক্ষিণ আফ্রিকা সফরে ‘ভাঁড়ের’ মতো কাজকর্ম করেও পার পেয়ে গিয়েছেন। আইসিসি কোনও শাস্তিই দেয়নি। অথচ রাবাদাকে দু’টো টেস্টের নির্বাসনে পাঠিয়েছে আইসিসি। যার অর্থ একটাই। দক্ষিণ আফ্রিকা অথবা রাবাদার সঙ্গে আইসিসির কোনও সমস্যা আছে! আইসিসিকে আক্রমণ করা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ভারত অধিনায়ককে অযথা বিষয়টার মধ্যে ঢুকিয়ে ফেলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ঝড় উঠে যায়।

প্রচুর ক্রিকেট সমর্থক পল হ্যারিস কে, এই প্রশ্নও তুলে দেন! কেউ কেউ লিখে দেন, বিরাট সত্যিই বড় অপরাধ করেছেন। তা হল, দক্ষিণ আফ্রিকায় রান করে। যার জ্বালা এখনও জুড়োচ্ছে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের। তাই কোহলিকে নিয়ে এ হেন কুৎসা ছড়ানো হচ্ছে। এমনও লেখা হচ্ছে যে, পল হ্যারিস বলে কোনও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার ছিলেন, ইহজন্মে শোনা যায়নি। তার এত বড় স্পর্ধা কী করে হয় কোহলি নিয়ে বলার? ঘটনা হল, মাঠে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথকে মাঠে ধাক্কা মারার কারণে রাবাদা যদি দু’টো ম্যাচ নির্বাসিত হয়ে থাকেন, তা হলে কোহলিকেও প্রিটোরিয়ায় ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট চলাকালীন বল নিয়ে বারবার অভিযোগ এবং বল মাটিতে আছড়ে ফেলার কারণে আইসিসি সতর্ক করেছিল। সেটাও টুইটারে ক্রিকেটপ্রেমীরা মনে করিয়ে বলেছেন, এর পর কোহলিকে অপমান করার অর্থ কী? এক কথায়, নিজের করা টুইট নিয়ে বিশ্বের ক্রিকেট-জনতার কাছে একঘরে হ্যারিস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ